1. admin@bijoy52tv.com : bijoy52tv :
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন

পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে পাকা রাস্তা নির্মাণের অভিযোগ

বিজয় ৫২ টিভি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১৪৭ জন দেখেছেন

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:-

বটিয়াঘাটায় পানি উন্নয়ন বোর্ডের সরকারি

জায়গা দখল করে পাকা রাস্তা নির্মাণ করার অভিযোগ উঠেছে এক মুরগি ব‍্যবসায়ীর বিরুদ্ধে।

তিনি বটিয়াঘাটা উপজেলার মাইলমারা এলাকার বিদ‍্যাপতি রায়। বাড়ি বটিয়াঘাটা উপজেলার বসুরাবাদ গ্রামে। সে ইতোপূর্বে একটি মুরগি খামারের কর্মচারী ছিলো। বতর্মান সে এখন একটি খমারের মালিক। রাজনৈতিক ক্ষমতা আর টাকার দাপটে ঐ ব‍্যক্তি নিজেকে ফিল্মের ফাটাকেষ্টো মনে করছেন। দখলকৃত সরকারি এই সম্পত্তি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ৩১ নং পোল্ডারের জায়গা।

বটিয়াঘাটা সদর ইউনিয়নের মাইলমারা বাজার থেকে কিছু দুরে দক্ষিণে গিয়ে একটি সুইচগেট এর পাশেই অবস্থিত ফার্মটি। প্রথমে ফার্মের সামনে থেকে প্রায় ২ শত ফুট জায়গা জোরপূর্বক মাটি ভরাট করে। এবং কিছুদিন পরে সেখানে পাকা রাস্তা নির্মাণ করেন উক্ত ফার্মের মালিক বিদ‍্যাপতি রায়।

মুরগির ফার্মের মালিক বিদ‍্যাপতি রায় বলেন, বটিয়াঘাটা উপজেলার বড়ো বড়ো নেতারা আমাকে কাজ করতে বলেছে।

স্থানীয় ইউপি সদস্য কিংকর রায় বলেন,ক্ষমতার দাপটে আর টাকার জোরে সে সরকারি জায়গা জবর দখল করে রেখেছে। এবিষয় পানি উন্নয়ন বোর্ড রয়েছে নীরব ভূমিকায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান বলেন,এটা পানি উন্নয়ন বোর্ডের জায়গা। এটা তাদের বিষয়।

খুলনা পানি উন্নয়ন বোর্ডের খুলনা  নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম বলেন,বিষয়টি আমি দেখছি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর পড়ুন
© All rights reserved © 2025
Developer By Zorex Zira