1. admin@bijoy52tv.com : bijoy52tv :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন

চট্টগ্রামে সমুদ্র-নদীর লাইটারেজ জাহাজ সরানো হয়েছে উজানে

চট্টগ্রাম ডেস্কঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১৭১ জন দেখেছেন

বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র ও নদীতে থাকা লাইটারেজ জাহাজগুলোর ক্ষতি এড়াতে সেগুলো সরানো হয়েছে।

তিনি আরও জানান, চট্টগ্রাম জেলার ৫২৩টি আশ্রয়কেন্দ্র এবং ৮টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। সতর্ক সংকেত বাড়ানো হলে ৫ লাখ মানুষকে স্থানান্তর শুরু হবে।

তিনি বলেন, ‘ত্রাণ, শুকনো খাবার, রান্না করা খাবার উপজেলাগুলোতে সরবরাহ করা হয়েছে সিপিপির রেড ক্রিসেন্ট যুব রেড ক্রিসেন্টের ৮ হাজারের বেশি ভলান্টিয়ার মাইকিং করছে এবং মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ করছে।

‘বিদেশিদের নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে এবং উপকূলীয় অঞ্চলে বসবাসরত জেলেদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে’, যোগ করেন তিনি।

পাহাড় ধসের বিষয়ে তিনি বলেন, ‘বৃষ্টিপাত বেশি হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভলান্টিয়াররা মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত আছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করা হয়েছে।’

চট্টগ্রাম নৌপুলিশের পুলিশ সুপার এএফএম নিজামউদ্দিন  বলেন, ‘কর্ণফুলী ব্রিজের উজানে সরিয়ে আনা হয়েছে।
উজানে সারিয়ে আনা জাহাজগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে, কেউ যেন জাহাজ ছেড়ে না যায় এবং জাহাজের ইঞ্জিন অন রাখে। পরিস্থিতি অনুযায়ী সেগুলোকে আরও উজানে আনা হবে। সেইসঙ্গে নির্দেশনা দেওয়া আছে, পরিস্থিতি বেশি প্রতিকূল হলে জাহাজগুলোকে তীরে ভিড়িয়ে রাখতে হবে, যাবে জাহাজডুবির ঘটনা না ঘটে।’

ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম শহরে টানা বৃষ্টিপাত হচ্ছে। গতকাল রাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

আজ সকাল ৮টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৯০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর পড়ুন
© All rights reserved © 2025
Developer By Zorex Zira