দিবসটি উপলক্ষে র্যালী, আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষ্যে রামু হাইওয়ে থানার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালীটি কক্সবাজার টেকনাফ প্রবেশদ্বার লিংকরোডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা মিলিত হয়। লিংকরোড কমিউনিটি পুলিশিং শাখার সহসভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মেজবাহ উদ্দিন।লিংকরোড কমিউনিটি পুলিশিং শাখার সদস্যা আনোয়ারা হোসেন অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন তার বক্তব্যে বলেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ পুলিশ জনগণ তথা সকল শ্রেণি ও পেশার মানুষের সহযোগিতা নিয়ে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্কের মাধ্যমে মাদক, নারী ও শিশু নির্যাতন, সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কের শৃঙ্খলা ফিরানো সহ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সকল ধরনের অপরাধ দমনে কাজ করে যাচ্ছে।
রামু ক্রসিং হাইওয়ে থানার সেকেন্ড অফিসার জয়নাল আবেদীন তার বক্তব্যে বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণ এবং পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ ও সহযোগিতার সম্পর্ক গড়ে উঠে। ফলে বিভিন্ন ধরনের অপরাধ যেমন-মাদক, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, ইভটিজিং ইত্যাদি নিয়ন্ত্রণ সহজ হয়।
এছাড়াও সড়কের শৃঙ্খলা ফিরানোর বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,পরিবহণ শ্রমিক নেতা আনোয়ার হোসেন,জাহাঙ্গীর আলম,মোহাম্মদ রহিম,মোহাম্মদ ইয়াকুব
Leave a Reply