1. admin@bijoy52tv.com : bijoy52tv :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন

ক্যারিবিয়ানদের নেতৃত্ব ছাড়তে নারাজ পুরান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৭৪ জন দেখেছেন

বাজে পারফরম্যান্সে প্রাথমিক পর্বেই শেষ ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপে পথচলা। চারদিক থেকে ধেয়ে আসা সমালোচনার তির যখন বিদ্ধ করছে সবাইকে, এর মাঝেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন কোচ। এবার কী অধিনায়কের পালা? নিকোলাস পুরান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ক্যারিবিয়ানদের নেতৃত্ব ছাড়ার কোনো ভাবনা নেই তার।

স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে অস্ট্রেলিয়া আসর শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। এরপর জিম্বাবুয়েকে হারিয়ে বাঁচিয়ে রাখে সুপার টুয়েলভের আশা। আয়ারল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে আর পেরে ওঠেনি তারা। নিদারুণ ব্যর্থতায় ছিটকে পড়তে হয় প্রাথমিক পর্ব থেকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ দুইবার জেতা একমাত্র দল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তাদের এমন বাজে হাল। দলের এমন পরিস্থিতির জন্য প্রকাশ্যেই ব্যাটসম্যানদের সমালোচনা করেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট রিকি স্কেরিট।

 

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং তো মানতেই পারেননি বৈশ্বিক আসর থেকে ক্যারিবিয়ানদের এতো দ্রুত বিদায়। তার কাছে এটা চরম গ্লানির।

বিশ্বকাপের পরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠেয় দুই টেস্টের সিরিজের পর প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ফিল সিমন্স। যদিও এই সিদ্ধান্ত বিশ্ব মঞ্চে দলের হতাশাজনক পারফরম্যান্সের কারণ নয় বলেই জানান তিনি।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে স্বাভাবিকভাবেই আলোচনা চলছে পুরানের নেতৃত্ব নিয়ে। আঞ্চলিক ওয়ানডে টুর্নামেন্ট সুপারফিফটি কাপে অংশ নেওয়া এই কিপার-ব্যাটসম্যান সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান নিজের ভাবনা।

তিনি বলেন, গত কয়েক মাস ধরে আমি ভাবছি ক্রিকেট খেলা আমার স্বপ্ন। আর জীবনে অনেক পরীক্ষা দিতে হয়েছে এবং এটা আমার জন্য আরেকটি পরীক্ষা। আমি এমন একজন যে চ্যালেঞ্জকে আলিঙ্গন করে, এটা আমার জন্য স্রেফ সেরকমই একটি চ্যালেঞ্জ। এটা আমাকে থামাতে পারবে না। আমি আমার অভিজ্ঞতা থেকে শেখা চালিয়ে যাব। আমি খুশি যে, সকালে ঘুম থেকে উঠে দেখি ফের ক্রিকেট খেলার সুযোগ আছে আমার।

আপাতত কোনো খেলা নেই ওয়েস্ট ইন্ডিজের। তাই লম্বা একটা বিশ্রামই পাচ্ছেন ক্রিকেটাররা। পুরানের মতে, এটা তাদের ক্ষত শুকাতে সহায়তা করবে। তবে বিশ্বকাপ থেকে বাদ পড়া যে এখনও পোড়াচ্ছে তাদের, সেটাও বললেন তিনি।

পুরান জানান, সেরে ওঠার জন্য বিশ্রাম সবচেয়ে ভালো উপায়। সব ক্রিকেটারেরই এটা দরকার। কিন্তু ভেতরে এখনও (বিশ্বকাপ থেকে বাদ পড়া) কষ্ট দিচ্ছে। আমি সেই ব্যথাকে অনুপ্রেরণা হিসাবে ব্যবহার করতে চাই এবং শক্তিশালী হয়ে ফিরে আসতে চাই।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর পড়ুন
© All rights reserved © 2025
Developer By Zorex Zira