1. admin@bijoy52tv.com : bijoy52tv :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন

গলাচিপায় মিথ্যা ও সাজানো মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি মোঃ মান্নান ইসলাম।
  • আপডেট সময়ঃ শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৭১ জন দেখেছেন

মিথ্যা, বানোয়াট, ও সাজানো মামলার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন গজালিয়া ইউনিয়নের সাধারণ জনগন।
২৯ অক্টোবর শনিবার সকাল ১০ টায় গজালিয়া ইস বাজারে লাইলী বেগমের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এক বিক্ষভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ইজ বাজারের বিভিন্ন রোড প্রদক্ষিণ করে। মিছিল শেষে স্থানীরা বলেন, গজালিয়া ইউনিয়নের ৪ নম্বার ওয়ার্ডের চরচন্দ্রাই গ্রামের মতলেব দালাল এর মেয়ে লাইলী বেগম ডাকাতির মামলা সাজিয়ে আজিজ খানঁ এর ছেলে আনোয়ার খানঁ(৩৮),মোঃ গনি বয়াতীর ছেলে মোঃ সবুজ বয়াতী (৩২),মোঃ নাসির দালাল (৩৫),রাকিব হাওলাদার (২৭),দুলাল সিকদার(৩০),মোঃ জসিম উদ্দিন (৪৫),মোঃ হাচান মুসুলি­ (২৬),মুসাসহ (২৪) আরো ৭-৮ জনকে আসামী করে (দ্রুত বিচার) আদালতে চরচন্দ্রাইল গ্রামের মতলেব দালাল এর মেয়ে লাইলী বেগম বাদী হয়ে মিথ্যা, বানোয়াট, ও সাজানো মামলা করেন।
সাইফুল ইসলাম বলেন, লাইলী বেগম বিগত ২৫ বছর যাবত ঢাকায় থাকত সে অনেক অনৈতিক কাজের সাথে জরিত ছিলো। সে কিছু দিন হলো এলাকায় এসে এখানের কিছু পোলাপানের সাথে খারাপ কাজে লিপ্ত থাকা অবস্থায় ধরা পরে এবং চৌকিদার কাছে মুচলেকা দিয়ে ছাড়া পায়। এবং সে ও তার ভাই মিলে এলাকায় গাঁজা ও ইয়াবার ব্যাবসা করে। এই এলাকার যুবসমাজকে মাদকাসক্ত করে ধংস করে দিচ্ছে। সে এলাকার নিরিহ অসহায় গরীব মানুষদের মিথ্যা মামলায় আসামী করে ভয়ভিতি দেখান। তাই আমারা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে ও সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তা ও বিজ্ঞ আদালতের কাছে সুষ্ঠু নিরপেক্ষ ভাবে বিচার চাই।
এবিষয়ে মামলার বাদী লাইলী বেগম এর কাছে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন আপনারা কারা এখানে কিসের জন্য আসছেন। তিনি পরে শান্ত হয়ে জানান আমি এখানে তিন করা জমি দলিল মুলে আমার আত্মীয়র কাছ থেকে ক্রয় করি, পাশের এরা আমাকে নিয়ে অনেক খারাপ কথা বলে কাট মেস্ত্রী আমার স্বামী। আমার ঘরে এরা লুটপাট করছে ঘর কোপাইছে তাই আমি এদের বিরুদ্ধে মামলা করছি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর পড়ুন
© All rights reserved © 2025
Developer By Zorex Zira