1. admin@bijoy52tv.com : bijoy52tv :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন

নির্ধারিত সময়ের সোয়া ২ ঘণ্টা আগে রংপুরের বিএনপির গণসমাবেশ শুরু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৭৮ জন দেখেছেন

রংপুর বিএনপির বিভাগীয় গণসমাবেশ দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের সোয়া দুই ঘণ্টা আগেই শুরু হয়েছে। পৌনে ১২টায় কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে গণসমাবেশের কার্যক্রম শুরু হয়।

গতকাল রাত থেকেই সমাবেশস্থল কালেক্টরেট ঈদগাহ মাঠে দলের নেতাকর্মী ও সমর্থকদের ঢল নেমেছে। আজ সকাল থেকেই রংপুর শহরের পায়রা চত্বর দিয়ে জাহাজ কম্পানির মোড় হয়ে সমাবেশস্থলে মিছিল ঢুকছে। প্রতি মিনিটে মিনিটে মিছিল ঢুকছে সমাবেশস্থলে। বাস-পরিবহন বন্ধ থাকলেও নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে জড়ো হচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিছিলের নগরীতে পরিণত হয়েছে রংপুর।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু। গণসমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।

 

সমাবেশ মঞ্চ ও মাঠের আশপাশসহ প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে ১৩০টি মাইক টাঙানো হয়েছে। মাঠের পাশাপাশি নেতাকর্মীরা আশপাশের বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠছে। দলীয় প্রতীক ধানের শীষ ছাড়াও ব্যানার, পোস্টার, ফেস্টুন নিয়ে এসেছেন নেতা-কর্মীরা। তবে তীব্র রোদের কারণে অনেকে সড়কের পাশে ছায়ায় জড়ো হয়েছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর পড়ুন
© All rights reserved © 2025
Developer By Zorex Zira