রাজধানীর সবুজবাগের একটি বাসা থেকে পাপড়ি ওরফে ময়না (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ময়না নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মো. মাসুদের মেয়ে। সে পরিবারের সঙ্গে সবুজবাগে থাকত।
শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সবুজবাগ দক্ষিণগাঁওয়ের বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, খবর পেয়ে দক্ষিণগাঁওয়ের বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়। সে শারীরিক প্রতিবন্ধী ছিল।
তিনি আরও জানান, শনিবার বিকেলে রুমের দরজা বন্ধ করে ভিতরে ছিল সে। এর কিছুক্ষণ পর বাসার লোকজন ওই কিশোরীকে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখতে পান সে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। তখন তারা থানায় খবর দেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Leave a Reply