1. admin@bijoy52tv.com : bijoy52tv :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন

চাঞ্চল্যকর অপহরণ মামলার মূলহোতা র‌্যাব-১১, কর্তৃক গ্রেফতার এবং ভিকটিম উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৭৫ জন দেখেছেন

র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল অদ্য ০৪ নভেম্বর ২০২২ তারিখ সকালে নারায়ণগঞ্জ

জেলার বন্দর থানাধীন ছোটবাগ এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অপহরণকারী চক্রের মূলহোতা এজাহারনামীয় ০১নং আসামী মোঃ মানিক হোসেন (৩০), পিতা মোঃএরশাদ আলী, সাং-অনন্তপুর (পূর্বপাড়া), থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা’কে গ্রেফতার এবং ভিকটিম(১৫)কে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভিকটিম জীবননগর থানাধীন আব্দুলবাড়ীয়া বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী।
গ্রেফতারকৃত আসামী বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ভিকটিমকে প্রেমের প্রস্তাব দেয়াসহ উত্যক্ত করে আসছিল।

এরই প্রেক্ষিতে গত ২৫/১০/২০২২ ইং তারিখ বিকালে ভিকটিম প্রাইভেট পড়ে বাড়িতে ফেরার পথে গ্রেফতারকৃত আসামী এবং অন্যান্য আসামীদের সহযোগীতায় ভিকটিমকে জোড়পূর্বক মাইক্রোবাসে করে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়েযায়।

এই ঘটনায় ভিকটিমের বাবা মোঃ তুহিন হোসেন (৩৫) বাদী হয়ে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার মামলা নং-০৪, তারিখ-০৩/১১/২০২২খ্রিঃ নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা রুজু করে। অপহরণকারী আসামী ভিকটিমকে অপহরণ করে কৌশলে আত্মগোপনে ছিল।

পরবর্তীতে র‌্য‍াব ১১, সিপিএসসি এর গোয়েন্দা টীম এই ব্যাপারে যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্য এর ভিত্তিতে
উল্লেখিত আসামীকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় এবং অন্যান্য আসামীদের গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে।

পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত ভিকটিমকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর পড়ুন
© All rights reserved © 2025
Developer By Zorex Zira