মোঃ মুরাদ হোসেন, যশোর জেলা প্রতিনিধি,দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকা। ১২/১১/২০২২ খ্রিঃ সকাল ০৮.০০ ঘটিকার সময় যশোর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত সাপ্তাহিক মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ এবং পরিদর্শন করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়। পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শন অন্তে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।তিনি বলেন, আমরা যেহেতু একটা সুশৃংখল বাহিনীর সদস্য সুতরাং আমাদের প্রত্যেকেরই অবশ্যই শৃংখলা মেনে চলতে হবে। প্যারেডে কমান্ডার হিসেবে মাস্টার প্যারেড পরিচালনা করেন জনাব জুয়েল ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার, “নাভারণ” সার্কেল, যশোর।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম অ্যান্ড অপস্), যশোর সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা, অফিসার ও ফোর্সবৃন্দ।
Leave a Reply