হোসেন বাবলা::১৬ নভেম্বর, বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মার্কস অ্যাক্টিভ স্কুল দাবা প্রতিযোগিতা-২০২২ (বিভাগীয় পর্যায়ের) সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৬ নভেম্বর সন্ধ্যায় সিজেকেএস কনভেনশন হলে সম্পন্ন হয়।
সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাঃসম্পাদক আ,জ,ম নাছির উদ্দিন। দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ফিদে জোন ৩.২ এর সভাপতি আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক শাকিল মাহমুদ চৌধুরী,সিডিএফ সভাপতি এস.এম শহিদুল ইসলাম,চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এম তাহেরুল ইসলাম স্বপন।
গত১৪নভেম্বর বিকেলে ৫ম রাউন্ডের এই প্রতিযোগিতার উদ্বোধন করে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড. সিরাজউদ্দীন মো. আলমগীর।
চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ে মার্কস স্কুল দাবায় ৫রাউন্ডে পূর্ণ ৫পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন কক্সবাজার জেলা স্কুল, সাড়ে ৪পয়েন্ট নিয়ে রানার্স আপ চট্রগ্রাম সরকারী নাসিরাবাদ উচ্চ বিদ্যালয় এবং সাড়ে ৩পয়েন্ট দশমিক ৫ পয়েন্ট নিয়ে লক্ষীপুর জেলা স্কুল ৩য় স্থান ট্রফি সহ জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জণ করেন।
প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ১০ জেলার ৬৬ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। আরবিটর হিসেবে দায়িত্ব পালন করেন ইয়াছিন আরাফাত সুমন ও ফিদে মাস্টার মো. আব্দুল মালেক।
Leave a Reply