শারমিন আক্তার, স্টাফ রিপোর্টার (বগুড়া):- বগুড়ায় আয়োজিত,তালোড়া নাগর থিয়েটার ২৮ নভেম্বর ২০২২ খ্রি: আবু তাহের রানা কে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানায় , পাঠান আলহাজ্ব শমসের আলী৷ (এ. এস. এ ) উচ্চ বিদ্যালয়,সভাপতি রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীতি,নাগর থিয়েটার এর পক্ষ থেকে কিছু গুণী ব্যক্তি আবু তাহের রানা কে ক্রেস দিয়ে সাধারণ সম্পাদক মো :ইনসান আলী।নাগর থিয়েটারের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মান জানায় এবং ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে, বিপদে আপদে আবু তাহের রানা সবার পাশে , গরিব দুখী সবার মাঝে আবু তাহের রানা থাকবে।
Leave a Reply