1. admin@bijoy52tv.com : bijoy52tv :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

যশোরে লুন্ঠিত মালামাল উদ্ধার করে ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র সহ গ্রেফতার -১০

বিজয় ৫২ টিভি
  • আপডেট সময়ঃ বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৯০ জন দেখেছেন

মোঃ মুরাদ হোসেন,যশোর জেলা প্রতিনিধি,দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকা 

যশোর জেলার বাঘারপাড়া থানার করিমপুরে জনৈক আরাফাত, পিতা- শহিদুল ইসলামের বাড়ীতে ইং ১৮/১০/২০২২ তারিখে সংঘটিত ডাকাতির ঘটনার সূত্র ধরে যশোর জেলা শাখা ডিবি’র পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই মফিজুল ইসলাম, পিপিএম এসআই শামীম হোসেন, কনস্টেবল আঃ বাতেনদের সমন্বয়ে একটি চৌকশ টিম ইং ২৯/১১/২০২২ তারিখ হইতে ৩০/১১/২০২২ তারিখ ভোর পর্যন্ত কাশিয়ানী থানা, নড়াইল, কালিয়া, তেরখাদা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত চক্রের ১০ সদস্যকে আটক করে তাদের হেফাজত থেকে লুন্ঠিত ৪ ভরি ১১ আনা স্বর্ণালংকার, ১টি মোবাইল, নগদ ২২,০০০/- টাকাসহ ডাকাতি কাজে ব্যবহৃত মটরসাইকেল, মাষ্টার চাবি, গাছি দা, দা, রড, খেলনা পিস্তলসহ  মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাঘারপাড়া ৩ দিনে ৪ ঘটনা, কোতয়ালী থানাধীন তপস্বীডাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত থাকার বিষয়ে তথ্য প্রমান পাওয়া যাইতেছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক খুনসহ ডাকাতি, ডাকাতি, চুরি মামলা তদন্ত ও বিচারাধীন মামলার তথ্য প্রমান পাওয়া যাইতেছে।জিজ্ঞাসাবাদে তারা জানায় যশোরে থাকা তাদের সদস্যদের মাধ্যমে বাড়ী সনাক্ত পূর্বক তারা একত্রিত হয়ে বিভিন্ন বাড়ীতে ডাকাতি সংঘটন করে।

গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানাঃ১। আরজ আলী (৪৫), পিতা- জহুর মোল্লা, মাতা- সালেহা বেগম, সাং- কুমড়ি পূর্বপাড়া, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল

২। তারিকুল ইসলাম (৩২), পিতা- বাবু শেখ, মাতা- মনোয়ারা বেগম, সাং- তালতলা গুচ্ছগ্রাম, স্থায়ী- ফলসি পশ্চিমপাড়া, থানা- কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ,

৩। নাদিম মাহমুদ (২৭), পিতা- ওহিদুল মোল্লা, মাতা-মর্জিনা বেগম, সাং-চালনা, থানা-নড়াগাতি, জেলা-নড়াইল,

৪। ওহিদ মোল্লা (৪০), পিতা- মৃত কলিন মোল্লা, মাতা- আলেকজান বিবি, স্থায়ী সাং-নলিয়ারচর, থানা-তেরখাদা, জেলা-খুলনা বর্তমান ঠিকানা- দক্ষিন জোগানিয়া রবিউলের বাড়ীর ভাড়াটিয়া, থানা-নড়াগাতি, জেলা-নড়াইল,

৫। রুবেল সরদার (৩৪), পিতা-আক্তার সরদার, মাতা- লেকজান, সাং-জোকারচর, থানা-কালিয়া, জেলা-নড়াইল,

৬। সবুজ কাজী (৩৬), পিতা- মৃত আব্দুর রহমান কাজী, সাং-ফলসি পশ্চিমপাড়া, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ,

৭। বোরহান সরদার(৩৫), পিতা-মৃত আঃ গফফার সরদার, মাতা- আকলিমা বেগম, সাং-ফলসি চরপাড়া, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ,

৮। শাহ আলী @ বাবু (৩৮), পিতা- হেমায়েত শেখ, সাং- জোকারচর, থানা-কালিয়া, জেলা-নড়াইল,৯। আফরোজা (৩২), স্বামী- মিরাজ শেখ @ ডিটল, পিতা- হেমায়েত শরিফ, সাং-আদমপুর, থানা-তেরখাদা, জেলা-খুলনা,

১০। সুনাম বিশ্বাস (৩২), পিতা- মুকুল বিশ্বাস, সাং-নলিয়ারচর, থানা-তেরখাদা, জেলা-খুলনা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর পড়ুন
© All rights reserved © 2025
Developer By Zorex Zira