মোঃ সামদানি হোসেন বাপ্পি, ময়মনসিংহ।ময়মনসিংহে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে সেমিনার ও সন্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। শনিবার সকালে দিবসটি পালনে নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ময়মনসিংহ বিভাগের আয়োজনে কমিশনারেট ঢাকা (উত্তর) এর যুগ্ন-কমিশনার রেজভী আহম্মেদের সভাপতিত্বে ও বিভাগীয় কর্মকর্তার মির্জা রাফেজা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জার ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁইয়া, ময়মনসিংহ কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মো. সামছুল আরেফিন, দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা প্রমুখ। আলোচনা শেষে বিভাগীয় চার জেলার ৬ জন শ্রেষ্ঠ করদাতাকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ময়মনসিংহ বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং অন্যান্য করদাতাগণ প্রমুখ।
Leave a Reply