স্টাফ রিপোর্টার, ফুলতলা খুলনা। আজ সোমবার ২জানুয়ারি ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে ফুলতলার বেজেরডাঙা বাজারে বিছালী এবং পাঠকাঠি ব্যবসায়ী আসলামের দোকানে এ অগ্নিকাণ্ড ঘটে।
এসময় পাসে থাকা একতা লুব্রিকেট এর ইউএসবি এজেন্ট ব্যাংকে ,এ আগুন ছড়িয়ে পড়ে।এতে করে ব্যাংকে থাকা কম্পিউটার চেয়ার টেবিল এবং সকল ডেকোরেশন সামগ্রী পুড়ে যাই। উপরে থাকা বসতবাড়ির জানালার থাই গ্লাস ফেটে নষ্ট হয়ে গেছে।
স্থানীয় লোকজন এবং নাইট গার্ডেরা আগুন দেখামাত্রই পার্শ্ববর্তী নোয়াপাড়া ফায়ার সার্ভিস এবং দৌলতপুর ফায়ার সার্ভিসের খবর দেয়। দুই স্টেশনের ফায়ার সার্ভিস এসে টানা আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এখানে ব্যাংক এবং বিছালি ঘরের মালিকেরা এসে তারা হাউ মাউ করে কেঁদে পড়ে। বিছালীর ঘরের মালিক আসলাম জানাই এ আগুন ইচ্ছা করে কেউ ধরিয়েছে। তিনি জানান তার প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে এবং এজেন্ট ব্যাংকিং এর কর্ণধর মাওলানা মুফতি সোহেল মহলদার জানান তার প্রায় চার লক্ষ টাকার যন্ত্রপাতিসসহ ডেকোরেশন সামগ্রী পুড়ে গেছে।
বিশালি ঘরের উপর দিয়ে যাওয়া ডিস লাইন এবং ওয়াইফাই লাইন এর সমস্ত তার পুড়ে গেছে এবং এতে করে ডিস লাইন এবং ওয়াইফাই লাইনের সমস্ত সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
Leave a Reply