1. admin@bijoy52tv.com : bijoy52tv :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন

শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার ও দেশের বৃত্তশালীদর প্রতি আহবান জানান- AWCRF এর মহাসচিব শিশুবন্ধু মুহাম্মদ আলী

বিজয় ৫২ টিভি
  • আপডেট সময়ঃ বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৬২ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার ও দেশের বৃত্তশালীদর প্রতি আহবান জানান- এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব শিশুবন্ধু মুহাম্মদ আলী।

(৪ জানুয়ারি ২০২৩ইং) রোজ বুধবার এক বিবৃতিতে এই আহবান জানান তিনি।

বিবৃতিতে তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে দেশের নিন্ম মধ‍্যবিত্ত মানুষেরা অনেক কষ্টে রয়েছে। প্রতিনিয়ত যেভাবে দ্রব‍্যেমূল‍্যের বৃদ্ধি পাচ্ছে তাতে এই সমস্ত মানুষ গুলো ধার দেনা করে চালাচ্ছ তাদের জীবন। এর মধ্যে দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা সহ নানাবিধ সমস্যায় জর্জরিত

এই নিন্ম মধ‍্যবিত্ত মানুষ গুলো।

এর ফলে তাদের পরিবারে মা, বাবা, ভাই-বোন,স্ত্রী সন্তানের মুখে দু বেলা দু-মুঠো খাবার জোগাতে হিমশিম খেতে হয়।

এর মধ্যে গ্রামের প্রত‍্যান্ত অঞ্চলে পড়ছে প্রচণ্ড তীব্র কনকনে শীত; যার ফলে নিন্ম, মধ‍্যবিত্ত পরিবার সহ ঘরহীন রাস্তায় পড়ে থাকা মানুষ গুলো চরম বিপাকে এবং কষ্ট ভোগ করছে।

 

এই সময় তিনি আরও বলেন, এই সমস্ত মানুষের শীতের কষ্ট থেকে লাঘব করতে দলমত নির্বিশেষে  দেশের সকল রাজনৈতিক,অরাজনৈতিক, সামাজিক- স্বেচ্ছাসেবী সংগঠন, দেশের বৃত্তশালীসহ সরকারের এগিয়ে আসতে হবে।

তবেই কিছু টা হলেও এই শীতার্ত মানুষগুলোর কষ্ট লাঘব হবে।

তাই আসুন আমরা সম্মিলিতভাবে এই শীতার্ত মানুষের পাশে দাঁড়াই।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর পড়ুন
© All rights reserved © 2025
Developer By Zorex Zira