মোঃ রজিবুল ইসলাম সুইট,বিভাগীয় প্রধান খুলনা:- যশোর অভয়নগর উপজেলার একতারপুরে বুললুল খাঁনের পরিত্যক্ত বাড়িতে চুরির অভিযোগ পাওয়া গিয়াছে।
২৭-০২-২০২৩ ইং বাড়ির ভেতরে থেকে গেটের সিটকানি লাগানো দেখে চোর সন্দেহে আতংকে বুলবুল খান গুলি চালায়। অনুসন্ধানে জানা যায়,
ঘটনাস্থানে অভয়নগর থানা পুলিশ এবং গাজীপুর ফাঁড়ীর ইনচার্জ সহ একাধিক পুলিশ সদস্য ঘটনা স্থানে উপস্থিত হয়।
এঘটনায় বুলবুল খাঁনের সাথে মুঠোফনে কথা হলে জানায়,আমি গত পাঁচ ছয়মাস হচ্ছে আমার নতুন বাড়িতে চলে আসছি আমার পুরানো বাড়িতে কেও থাকেনা। আমি এবং আমার পরিবারের সদস্যরা সন্ধায় আলো দিতে যায়। যথা নিয়মে আমি ২৭/০২/২০২৩ ইং তারিখ সন্ধা ৬:২০ মিনিটের সময় মাগরিবের নামাজ চলছে এমন সময় আলো দিতে গিয়ে দেখি গেটে ভেতর থেকে সিটকেনি দেওয়া তখন আমি চোর সন্দেহে নতুন বাড়িতে গিয়ে অস্ত্র এনে ফায়ার করি।আশে পাশের লোকজন ছুটে আশে। অভয়নগর থানায় ফোন করি পুলিশ সদস্যরা আসেন। ওসি সাহেব জানেন,পুলিশ তদন্ত করছে।বাড়িতে কিছু না থাকায় চোর কিছু নিতে পারে নাই। আমি কাওকে দেখি নাই চোর সন্দেহে আত্মরক্ষারতে ফায়ার করেছি। এঘটনায় তদন্তে ডিএসবি ও আসছিলো।
স্থানিয় বুলবুল খানের প্রতিবেশি শেখ মামুন বলেন রাত ০৯টা সাড়ে ০৯টার দিকে বুলবুল ভাইয়ের পুরান বাড়িতে চোর আসছিলো।গুলির ঘটনায় বলেন ভাই আত্মরক্ষার জন্য গুলি চালায় তবে কোন চোর খুজে পাওয়া যায় নাই।চোর ও ফায়ারের বিষয়টা নিয়ে এলাকায় জনসাধারনের মনে আতংক বিরাজ করছে।প্রশাসনের তদন্তে সত্য জেনে এলাকাবাসি শান্তি চায়।
এঘটনায় অভয়নগর থানার গাজীপুর ফাঁড়ির ইনচার্জ এস আই আনিচুর রহমান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থানে যায় কোন চোর পায় নাই। ফায়ারের বিষয় জানতে চাইলে বলেন,বুলবুল খান এর উপর কোন আক্রমণ হয় নাই সে আত্মরক্ষার জন্য তার লাইসেন্স করা অস্ত্র শর্টগান থেকে গুলি চালায়।ঘটনা স্হানে তদন্ত করি।তেমন কোন আলামত পাই নাই,কোন কিছু চুরি হয়নাই।বুলবুল খান,পিতা : নূরুল খাঁন চোর আসছিলো বলে দাবি করে।এঘটনায় থানায় জিডি হয়েছে তদন্ত চলছে বিস্তারিত পরে জানাবো।
Leave a Reply