1. admin@bijoy52tv.com : bijoy52tv :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন

হালিশহর একাদশ ক্লাবের আন্ত: একাডেমি কাপ ফুটবলে মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন স্মৃতি জয়ী

বিজয় ৫২ টিভি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১০১ জন দেখেছেন

হালিশহর একাদশ ক্লাবের আন্ত: একাডেমি কাপ ফুটবলে মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন স্মৃতি জয়ী

ক্রীড়া ডেস্ক:৭মার্চ

নগরীর ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে ঐতিহ্যবাহী হালিশহর একাদশ ক্লাবের আন্তঃ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট আজ ৭মার্চ মংগলবার বিকেলে সিডিএ বালুর মাঠে শুরু হয়েছে।

উদ্বোধনী খেলায় মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন স্মৃতি ৪-৩ গোলে জয়লাভ করে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে। আরমান ২টি,মাইন ও জিহাদ ১টি করে গোল করেন। পরাজিত লেখক কামাল আহমেদ স্মৃতির পক্ষে ওয়াহিদ ২টি এবং বদলী খেলোয়াড় সায়েম ১গোল করে ব্যবধান কমান।

ডাবল লিগ পদ্ধতিতে খেলার উদ্বোধন করেন সাবেক ফুটবলারদের মধ্যে মোঃ আব্দুল খালেক, ক্লাবের পরিচালক মোঃ আখতার হোসেন, ক্রীড়া সংগঠক মোঃ আবু জাফর বাবু, সাবেক ফুটবলার মোঃ আসলাম। ক্লাবের আহ্বায়ক ও উদযাপন কমিটির সমন্বয়কারী সাংবাদিক মু বাবুল হোসেন বাবলার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বর্তমান প্রজন্মের তারকা খেলোয়াড় আরমান মিয়া, আঃ রহিম, মোঃ মামুন ,ওমর ফারুক।

ম্যাচ পরিচালনা করেন রেফারি হোসেন বাবলা, সহকারী মোঃ তামিম ও আরাফাত, সিফাত।

কাল(৮মার্চ) বুধবার বিকেলে ২য় ম্যাচে আজকের জয়ী দল অপর টিম২নং শফিউল আলম স্মৃতি সংঘ এর সাথে খেলবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর পড়ুন
© All rights reserved © 2025
Developer By Zorex Zira