ফিরোজ মাহমুদ, স্টাফ রিপোর্টার (খুলনা) :-আজ ২৫ মে রোজ বৃহস্পতিবার বেলা ১২ টায় বাগেরহাট সপ্তর্ষি ইন্টারন্যাশনাল এর অরিটরিয়ামে কর্মজীবি মহিলাদের নিয়ে মহিলা দের ব্যক্তিগত পরিস্কার ও পরিছন্নতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় ।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাবা রুবাইয়া তাসনিম ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়া পারভিন, মহিলা ভাইস চেয়ারম্যান বাগেরহাট সদর। ও মোঃ শাহিন আহসান sales manager SMC el খুলনা ।
কর্মশালা পরিচালনা করেন মোঃ সাজ্জাদ হোসেন Dr Ae SMC el খুলনা।
মোঃ মাসুম ইমতিয়াজ Sr PO SMC el খুলনার সঞ্চালনায় কর্মশালায় কি স্পিকার হিসেবে উপস্থিত থেকে মহিলা দের ব্যক্তিগত পরিস্কার ও পরিছন্নতা বিষয়ে আলোচনা করেন এবং মহিলা দের ব্যক্তিগত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডাঃ পারশা সানজানা, ডাক্তার বাগেরহাট সদর হাসপাতাল।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সপ্তর্ষি ইন্টারন্যাশনাল এর পরিচালক জনাব মিজানুর রহমান।
২৫০ জন কর্মজীবি মহিলা কর্মশালায় অংশ গ্রহণ করেন এবং তাদের মাঝে বিনামূল্যে জয়া সেনেটারী ন্যাপকিন বিতরণ করা হয়।
Leave a Reply