চট্রগ্রাম ব্যুরো:-
কক্সবাজার জেলাধীন, কুতুবদিয়া উপজেলার, বড়ঘোপ ইউনিয়নের, মিয়ার পাড়া গ্রামের মৃতঃ মোক্তার আহমদ এর পুত্র
ভূমিদস্যু আ: সালাম মাষ্টার এর বড় ভাই
রুহুল কাদের বাদশা ০৫/০৭/২০২৩ খ্রিঃ সকাল ০৯ ঘটিকায় তারিখ ও ঘটনাস্থলঃ কুতুবদিয়া থানাধীন বড়ঘোপ ইউনিয়নের সৈয়দ পাড়ার পশ্চিম পাশে তপশীলের জমিতে। ঘটনার বিবরণ দেখাইয়া ধারা,
১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/ ৫০৬ (১) দঃ বিঃ। শিবু দাশ গংদের বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল হাকিমের আদালত, কুতুবদিয়া,কক্সবাজার,একখানা মিথ্যা “ফৌজদারী দরখাস্ত” দায়ের করেন,যার সি,আর-নং ২৬৯/২০২৩। উক্ত দরখাস্ত খানা
বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল হাকিমের আদালত, ঘটনার ববিষয় তদন্ত পূর্বক ২৫/০৯/২০২৩ খ্রি: প্রতিবেদন দাখিল করার জন্য অফিসার ইনচার্জ কুতুবদিয়া থানাকে নির্দেশ দিয়েছিন।
তফশীল, মৌজা-বড়ঘোপ, থানা-কুতুবদিয়া, কক্সবাজার , বি.এস খতিয়ান নং-১৪৫৪, তাং-১৬/০৮/২০২৩ খ্রি: বি,এস দাগ নং-৬১৫২, এরিয়া= ১২ শতক নাল ।
এ বিষয় উক্ত অভিযোগের প্রতিপক্ষ শিবু দাশ এর নিকট জানতে চাইলে তিনি অভিযোগকারী ও তার ভাই ভূমিদস্যু আ: সালাম মাষ্টারসহ ০৬ জনকে আসামী করে গত ০৭/০৭/২০২৩ খ্রি: কুতুবদিয়া থানা একখানা এজাহার দাখিল করিযাছি যার জি আর মামলা নং ০৬ তারিখ ০৭/০৭/২০২৩ খ্রিঃ উক্ত মামলার কপি সংযুক্ত
তিনি আরো জানান যে ভূমিদস্যু আ: সালাম মাষ্টার এর বড় ভাই রুহুল কাদের বাদশা, আমি শিবু দাশ গংদেরকে আসামী করে মিথ্যা “ফৌজদারী দরখাস্ত”সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট,ভূমিদস্যু আ: সালাম মাষ্টার কর্তৃক হিন্দু পরিবারকে পৈতৃক সম্পত্তি থেকে উচ্ছেদের পায়তারা চালাচ্ছে।
এ বিষয় বড়ঘোপ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মো: আবুল কালাম মহোদয়
জানান আ: সালাম মাষ্টার এর বড় ভাই রুহুল কাদের বাদশা,বাদী হয়ে শিবু দাশ গংদের বিরুদ্ধে যে অভিযোগটি বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল হাকিমের আদালত, কুতুবদিয়ায় করিয়াছেন উক্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন,বানোয়াট, শিবু দাশ গংদের পৈতৃক সম্পত্তি থেকে উচ্ছেদের পায়তারা চালাচ্ছে।
এলাকাবাসি উক্ত আব্দুস সালাম এবং তার সন্ত্রাসি দলের ভূমিদস্যুতা, জবরদখল এবং সন্ত্রাসি কর্মকান্ড থেকে অসহায় হিন্দু পরিবারটিকে রক্ষা করতে স্থানীয় প্রশাসন, মাননীয় ভূমিমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply