এনামুল কবীর এনাম বদলগাছী প্রতিনিধি(নওগাঁ)
জানা গেছে , নওগাঁর বদলগাছীতে গত ১৬ আগষ্ট বুধবার বিকেল হতে রাত্রি ৮ টা পর্যন্ত উপজেলা মৎস্য অফিসারের অধীনে ভ্রাম্যমাণ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
উপজেলার গোড়ানদহে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম সেখানে আনুমানিক ১ বস্তা ক্যারেন্ট জাল জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা এবং পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আলপনা ইয়াসমিনের নের্তৃত্বে উপজেলার হাটখোলা বাজার ওমর ফারুক সুতা ঘর প্রোঃ মোঃ মোকছেদ আলীর দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং সেখানে আনুমানিক ৮০ হাজার টাকার চায়না দুয়ারি জাল বা রিং জাল জব্দ করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে জব্দকৃত জাল গুলো উপজেলা সদরের বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আলপনা ইয়াসমিনের উপস্থিতিতে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উক্ত অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন এলাকার শতাধিক জনসাধারণ।
উক্ত বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম জানান, ছোট যমুনা নদী থেকে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের কারেন্ট ও চায়না দুয়ারি জাল বা রিং জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা মৎস্য অফিস কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে ও এ অভিযান অব্যাহত থাকেবে বলে তিনি সাংবাদিকদের জানান।
এনামুল কবীর এনাম, বদলগাছী নওগাঁ
Leave a Reply