1. admin@bijoy52tv.com : bijoy52tv :
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

যশোর অভয়নগর ও নড়াইলে ডাকাতির ঘটনায় গ্রেফতার-০ ১

বিজয় ৫২ টিভি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৭ জন দেখেছেন

মোঃরজিবুল ইসলাম সুইট,
বিভাগীয় প্রধান খুলনা :
ডাকাত সদস্যকে ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ এলাকা হইতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

যশোর পুলিশের এলআইসি শাখার এসআই মফিজুল ইসলাম, পিপিএম গোপন তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ইং ১৯/১০/২০২২ তারিখ রাতে অভয়নগর নওয়াপাড়া গোয়াখোলা সাকিনে জনৈক জহিরুল হক লিখনের বাড়ীতে এবং ইং ২০/০২/২০২৩ তারিখ রাতে নড়াইল সদর থানাধীন মাছিমদিয়া চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান বাসায় দুর্ধষ্য ডাকাতি সংঘটনের ঘটনায় জড়িত আসামীকে সনাক্ত করে অভয়নগরের ঘটনায় তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মিলন কুমার মন্ডলের নেতৃত্বে এসআই মফিজুল ইসলাম, পিপিএম সহ ডিবি’র একটি চৌকশ টিম ইং ০৩/০৯/২০২৩ তারিখ রাতে ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত ১ ডাকাত সদস্যকে গ্রেফতার করে তার হেফাজত থেকে ডাকাতি কাজে ব্যবহৃত পকেট রাউটার, মোবাইল ফোনসহ লুন্ঠিত স্বর্ণ বিক্রির ৫৬,০০০/- টাকা উদ্ধার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পুলিশের চোখ ফাকি দিয়ে পকেট রাউটার ব্যবহার করে ইন্টারনেট সংযোগের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ রেখে একটি সংঘবদ্ধ চক্র দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধনী ব্যক্তিদের ডাকাতি টার্গেট করে ডাকাতি সংঘটন করে থাকে। ডাকাত দলের দলপতির নাম আসলাম। ইতোপূর্বে আসলামকে বাগেরহাট কচুয়া ডাকাতির ঘটনায় গ্রেফতার করা হয়েছে। বর্তমানে আসলাসহ ডাকাত দলের ৫ সদস্য জেল হাজতে আছে।

আসামী মোঃ আমির (৩৫), পিতা- মৃত মজিবর রহমান, মাতা-শিরিনা বেগম, স্থায়ী ঠিকানা-চট্টগ্রাম পোর্ট মার্কেট, ১নং কাষ্টমস, আদর্শপাড়া, থানা-বন্দর থানা, সিএমপি, চট্টগ্রাম অস্থায়ী-নাজির ঘাট মেইন রোড, শেরে বাংলা স্কুলের পাশে শ্বশুর ইলিয়াস শেখ এর বাসা, থানা-সোনাডাঙ্গা, কেএমপি, খুলনা বর্তমান ঠিকানা- মা ম্যানসন ৫ম তলার ভাড়াটিয়া, দিঘলীপাড়া কাওটাইল কুন্ডা, থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকা (ভাসমান)

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর পড়ুন
© All rights reserved © 2025
Developer By Zorex Zira