জুয়েল রানা বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ ফুলপুর
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। এমনি মানবতার পরিচয় দিয়েছেন মানবতার ফেরিওয়ালা পৌর কাউন্সিলর তফাজ্জল হোসেন।তিনি শুধু পৌরসভাতেই মানব সেবা করেননি পৌরবাসীর পাশাপাশি ভিবিন্ন ইউনিয়নের মানুষকেও ভিবিন্ন ভাবে আর্থিক সাহায্য ও সেবা করে চলছেন মানুষে কে। সবার মুখে মুখে ছড়িয়ে পরেছে কাউন্সিলর তফাজ্জলের হোসেনের সুনাম।আবারও অসহায় এক মুমূর্ষু রোগীর পাশে দাড়ালেন কাউন্সিলর তফাজ্জল হোসেন। মুমূর্ষু রোগীটি ফুলপুর ৫ নং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব ফতেপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম বেশ কয়েক মাস যাবৎ মুমূর্ষু অবস্থায় নিজের রোগের চিকিৎসার জন্য আয় রোজগার টাকা খরচ করে এখন নিঃসঙ্গতায় বিচানায় কাতরাচ্চেন রফিকুল ইসলাম। এ বিষয়টি নজরে পরে এসটি বাংলা টিভি রিপোর্টার জুয়েল রানার।পরে ছোট একটি ভিডিও করে পাঠানো হয় ফুলপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের দুই দুইবারের সফল কাউন্সিলের পৌর আওয়ামীলীগ এর যুগ্ম আহবায়ক তফাজ্জল হোসেনের মেসেঞ্জারে।মেসেঞ্জারে দিলে তিনি ভিডিওটি দেখেন।মুমূর্ষু রোগীর জন্য তার একা পক্ষে চিকিৎসার করা সম্ভব নয় পরে কাউন্সিলর তফাজ্জল হোসেন মুমূর্ষু রোগীর আর্থিক সাহায্যের জন্য ফুলপুর ছনকান্দা বাজার থেকে রোগীর চিকিৎসার জন্য ভিবিন্ন ব্যবসায়ী দোকান পাঠ ও মাছের আড়ৎদার রিক্সা ওয়ালা সাধারণ মানুষের কাছে থেকে ১০০টাকা/৫০টাকা/ ২০টাক ১০ টাকা করে এভাবে প্রায় ৭২৮০ টাকা উঠিয়েছেন। উঠানো টাকা রোগীর ছোট ভাইয়ের হাতে তুলে দেন।কাউন্সির তফাজ্জল হোসেন এই মুমূর্ষু রোগীর উদ্দেশ্য করে বলেন যে যায় পারেন সাহায্যের হাত বাড়িয়ে দেই হয়তো আপনার আমার সামান্য সাহায্যে বেঁচে যেতে পরে একজন অসহায় মুমূর্ষু রোগীর প্রাণ।
Leave a Reply