1. admin@bijoy52tv.com : bijoy52tv :
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

বাঁশখালীতে সাংবাদিকপুত্র নাফিছুর রহমানের জন্মদিন পালিত।

বিজয় ৫২ টিভি
  • আপডেট সময়ঃ রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ২৪১ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক:-

চট্টগ্রাম জেলার বাঁশখালীতে দৈনিক অপরাধ অনুসন্ধান লিঃ (একটি গণমাধ্যম বিষয়ক প্রকাশনা প্রতিষ্ঠান) এর চেয়ারম্যান সাংবাদিক মুফতি মৌলানা মুহাম্মদ হায়দার আলী (এম.এ) এর একমাত্র পুত্র মুহাম্মদ নাফিছুর রহমানের ২ বছর পূর্ণ হলে গত ২৯ শে আশ্বিন ১৪৩০ বাংলা,২৮ রবিউল আওয়াল ১৪৪৫ হিজরী, ১৪ অক্টোবর ২০২৩ইং রোজ শনিবার জমাদার পাড়া,বানীগ্রাম, সাধনপুরে জমকালো- ঘরোয়া আয়োজনে তার জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে কোরআন পাঠ,হামদ-নাত-গজল আসর, কেক কাটা, মিষ্টি বিতরণ, সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংবাদিক পুত্র তার জন্মদিন উপলক্ষে নানান মহল থেকে শুভেচ্ছা -ভালবাসা পাওয়ার পাশাপাশি হরেক রকমের খেলনা গাড়ী সহ দামী দামী উপহার পেয়ে খুশির জোয়ারে ভাসছে। তার এই খুশিতে আত্মহারা মাতা রওশন আক্তার মিহির সহ দাদা-দাদী, নানা-নানীরা। উক্ত জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাফিছুর রহমানের দাদী (ইন্জিনিয়ার তামিমের মা), নানা -নানীরা, খালা- খালু ও মামারা সহ অনেকেই। অনুষ্ঠানে আগত সকল মেহমানদের জন্য রাতের খাবারের আয়োজন করা।পরিশেষে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া-মোনাজাত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর পড়ুন
© All rights reserved © 2025
Developer By Zorex Zira