হারুন অর রশিদ
বিশেষ প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবীতে জয়পুরহাট জেলা বিএনপির আয়োজনে গণ অনশন পালিত হয়েছে। উক্ত গণ অনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
জেলা বিএনপির ১নং সদস্য মমতাজ উদ্দিন মন্ডলের সভাপতিত্বে আয়োজিত গণ অনশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.এ ওহাব, শহর বিএনপির আহ্বায়ক মতিউর রহমান, অধ্যক্ষ আলী হাসান মুক্তা, আব্দুস ছামাদ বাবু, আনিছুর রহমান, জেলা বিএনপির সদস্য আব্দুল গফুরসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
১৪ অক্টোবর, ২০২৩ ইং শনিবার জেলা বিএনপির কার্যালয়ে সামনে অনুষ্ঠিত গণ অনশনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, বিএনপির চেয়ারপারসান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপর অনৈতিক হস্তক্ষেপ করে চিকিৎসা সেবা প্রদানে বাঁধাগ্রস্ত করছে ফাঁসিবাদ আওয়ামী লীগ সরকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা থেকে দ্রুত মুক্তি দিয়ে উন্নত চিকিৎসা প্রদানের জন্য বিদেশ প্রেরণের অনুমতি দ্রুত কার্যকর না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি প্রদান করেন।
Leave a Reply