জাকারিয়া হোসেন, বিশেষ প্রতিনিধিঃ তারুণ্য একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ সংগঠনের সভাপতি মোঃ নুরুল কবির রাশেদ, ও সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন সাদ্দাম এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে স্বেচ্ছাসেবক দিবস পালিত।
স্বেচ্ছাসেবক দিবসটি উপলক্ষে মঙ্গলবার ( ৫ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ড ওমর শাহ মাজার সংলগ্ন তারুণ্য
স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে পূর্বের নির্ধারিত অনুযায়ী একঝাক তরুণ স্বেচ্ছাসেবক নিয়ে
সংগঠনের সভাপতি মোঃ নুরুল কবির রাশেদ, ও সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন সাদ্দাম শহরের বিভিন্ন ক্লিনিক মেডিকেল সেন্টারে আজকে স্বেচ্ছাসেবক দিবস পালন করার জন্য এ রক্তদান কর্মসূচি সম্পন্ন করেন।
এর আগেও এ সংগঠনটি জাতীয় ও সামাজিক বিভিন্ন দিবসে ১০০ জনের ও বেশি স্বেচ্ছাসেবক নিয়ে মানুষের কল্যাণে মানব সেবামূলক কাজ করে আসছেন, বিশ্বের মহামারী (কোভিড ১৯) করোনা ভাইরাস প্রাদুর্ভাব এর সময় ৩৮ নং ওয়ার্ড সহ মহানগরীর বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত অসহায় বিভিন্ন পরিবারের পাশে দাড়িয়ে তাদের সেবা মূলক কার্যক্রম চালিয়ে গেছেন। তারই ধারাবাহিকতায় আজকের এই দিবসটি এ মহান কার্যক্রমের মাধ্যমে পালন করেন।
কার্যক্রম শেষের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন,
বিশ্বের সকল স্বেচ্ছাসেবকদের প্রতি রইল শ্রদ্ধা ও ভালবাসা। বাংলাদেশে যে সকল স্বেচ্ছাসেবকরা একটি সুন্দর সমাজ ও দেশ এবং দেশের মানুষের জন্য যে অবদান রাখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। প্রতিটা মানুষের মানবতার কল্যানে, স্বেচ্ছাসেবার কাজের পরিধির ব্যপ্তি হোক, বিশ্বে নেমে আসুক মহানুভবতার ছায়া।
জয় হোক প্রতিটা স্বেচ্চাসেবকের!
জয় হোক মানবতার !!
Leave a Reply