আশরাফুল আলম সরকার,
বিশেষ প্রতিনিধি:-
বর্তমানে বিকাশ প্রতারক দিন কে দিন বেড়েই চলেছে।
গাজীপুর মহানগরীর কয়েকটি স্থানে অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সম্পর্কে আপন জামাই-শ্বশুর। গাজীপুর মহানগরের গোয়েন্দা পুলিশ মঙ্গলবার রাতে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা হলো শেরপুরের শ্রীবরদী থানার তাতীহাটি পূর্বপাড়া গ্রামের মো: সরুজ মিয়ার ছেলে আকিল হাসান (২৪) এবং গাজীপুরের কালিয়াকৈর থানার গোবিন্দপুর গ্রামের দধী মন্ডলের ছেলে শফিকুল ইসলাম (৪৫)।
শফিকুল, আকিল হাসানের শ্বশুর। পুলিশ তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন এবং নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করেছে।
গাজীপুর মহানগরের গোয়েন্দা পুলিশ (উত্তর)-এর উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান বুধবার দুপুরে তার দপ্তরে এক সংবাদ সম্মেলনে ওই তথ্য জানান।
উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান জানান, গত ১৯ নভেম্বর জিএমপি সদর থানায় একটি বিকাশ, নগদ একাউন্টসহ মোবাইল ফোন এবং নগদ ৫০ হাজার টাকা চুরির মামলা দায়ের হয়। মামলাটি তদন্তের জন্য গত ১১ নভেম্বর মহানগর গোয়েন্দা উত্তর বিভাগ মামলাটির তদন্ত করে।
গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব ও গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে প্রতারক চক্রের ওই দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিকাশ প্রতারণার ঘটনা ধারাবাহিকভাবে ঘটিয়ে আসছে। দীর্ঘদিন ধরে তারা বিকাশ এজেন্ট দোকানে টার্গেট করে লেনদেনকালে কৌশলে এজেন্টদের বিকাশ, নগদের পিন নম্বর সংগ্রহ করতো। পরে সুবিধামত যেকোন সময় বিকাশ, নগদ একাউন্ট চালুকৃত মোবাইল ফোনটি চুরি করে টাকা হাতিয়ে নিতো। তাদের কাছ থেকে বাদীর চুরি হওয়া তিনটি মোবাইল ফোন এবং নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
Leave a Reply