1. admin@bijoy52tv.com : bijoy52tv :
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন

সুলতান ভান্ডার দরবারে বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত।

বিজয় ৫২ টিভি
  • আপডেট সময়ঃ বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১৯৬ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক:-বাংলাদেশের প্রখ্যাত ছুফি সাধক হযরত শাহ সুলতানুল আউলিয়া (ক.)’র পবিত্র খোশরোজ শরীফ ও বেছাল বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় অবস্থিত সুলতান ভান্ডার দরবার শরিফে গত ১লা জানুয়ারী ২৪ ইং তারিখে বার্ষিক ওরছ মোবারক অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডার দরবার শরিফের গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশিন যথাক্রমে সৈয়দ শাহাদাত উদ্দিন, সাজ্জাদানশীন গাউছিয়া রহমান মঞ্জিল। সৈয়দ নজরুল হুদা, সাজ্জাদানশীন,গাউছিয়া রহমান মঞ্জিল।
সৈয়দ নাফিসুর রহমান,নায়েব সাজ্জাদানশীন গাউছিয়া রহমান মঞ্জিল।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাত্মা সম্মেলনের আয়োজক ও চট্টগ্রাম দরবার শরিফের সাজ্জাদানশিন হযরতুল আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)। সুলতান ভান্ডার দরবার শরিফের সাজ্জাদানশিন শাহছুফি হযরত ডাঃ মাওলানা এয়াকুব আলী (মা.)’র সভাপতিত্বে উক্ত মাহফিলে বিশেষ তকরীর করেন বিশিষ্ট ইসলামী আলোচক গোমদন্ডি দরবার শরিফের নায়েব সাজ্জাদানশিন শাহছুফি হযরত মওলানা ছৈয়দ আহমদুল হক মাইজভান্ডারি (মা.) প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর পড়ুন
© All rights reserved © 2025
Developer By Zorex Zira