নিজস্ব প্রতিবেদক:- সিএমপির বন্দর থানার এসআই (নিঃ) মোঃ ফয়সাল সরোয়ার সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২৯ মার্চ ২০২৪ খ্রি. বন্দর থানাধীন ইসহাক ডিপো আদর্শ পাড়া মোড়স্থ ইসহাক ডিপোর ম্যাচঘরে অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১। হুমায়ুন কবীর (৩৬), ২। মো: হাশিম (৩৫), ৩। মো: ফারুক (৩৬), ৪। আরাফাত (২৬), ৫। মো: বাবু (২৯), ৬। মো: রাকিবুল হাসান (২৮), ৭। মো: মাসুদ (২৩), ৮। মো: ওসমান আলী (২৬), ৯। মো: আরিফ (২৩) ও ১০। সাজ্জাদ হোসেন (২৩)কে আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে সিএমপি বন্দর থানার অধর্তব্য মামলা নং-৩০, তারিখ-২৯ মার্চ ২০২৪ খ্রি. রুজু হয়।
এই চৌকস পুলিশ অফিসার এসআই (নিঃ) মোঃ ফয়সাল সরোয়ার টেকের মোড়স্হ পুলিশ ফাঁড়িতে যোগদান করার পর থেকে ফাঁড়ি এলাকার অপরাধ মূলক কর্মকান্ড প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছেন, বলে এলাকাবাসী জানান।
Leave a Reply