নিজস্ব প্রতিবেদক:-
সিএমপি, বন্দর থানার এস আই(নিঃ)/মোঃ ফয়সাল সরোয়ার সঙ্গীয় অফিসারসহ থানা এলাকায় অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইং ১৮ এপ্রিল ২০২৪ তারিখ রাত ২৩.০৫ ঘটিকায় বন্দর থানাধীন মুন্সিপাড়া জোড় পুকুর পাড়, জলিল মাহ মাজার সংলগ্ন জমির বিল্ডিং ২য় তলার পশ্চিম পাশের ফ্ল্যাটের অভ্যন্তর হতে আসামী ১. শাওন(২৮), ২. মোহাম্মদ নোমান(৩৬), ৩. মোহাম্মদ সাইমন(২১), ৪. মোহাম্মদ এরফান(২১) ৫. মোঃ আশরাফ(২৬), ৬. মোহাম্মদ ইয়াসিন (২৪), ৭. মোহাম্মদ মামুন(২০), ৮. মোঃ নিশান(২২), ৯. মোহাম্মদ সাজ্জাদ (২৪) ১০. মোহাম্মদ জাহিদুল(২২) ১১. মোঃ সুমন(২৭), ১২. মোহাম্মদ ইয়াসিন আরাফ(২৬)’দেরকে জুয়া খেলার অপরাধে ০২ বান্ডিল তাস ও নগদ ১১,৩৯০/-(এগারো হাজার তিনশত নব্বই) টাকাসহ আটক করেন।
০২ বান্ডিল তাস উদ্ধার ও নগদ ১১,৩৯০/-(এগারো হাজার তিনশত নব্বই) টাকা,বন্দর থানার অধর্তব্য মামলা নং-৩৮, তারিখ-১৯ এপ্রিল ২০২৪খ্রিঃ, ধারা-সিএমপি অধ্যাদেশ ১০৩/৯৪ রুজু হয়।
Leave a Reply