এনামুল কবীর এনাম বদলগাছী নওগাঁ। নওগাঁর বদলগাছী উপজেলায় ছাগল চরানোর সময় বজ্রপাতে দুটি ছাগলের মৃত্যু এবং এঘটনায় দুজন গুরুতর আহত হয়েছে। জানা গেছে উপজেলার সদর ইউনিয়নের গাবনা গ্রামের মাঠে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন, আমিন উদ্দিনের ছেলে খালেক (৩৫) ও ওবাইদুলের ছেলে হাবিবুর ওরফে হাব্বুল(৪৮)। উভয়ের বাড়ি বদলগাছীর গাবনা গ্রামে।
স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে উপজেলার গাবনা গ্রামের মাঠে গবাদীপশুকে ঘাস খাওয়নোর সময় ঝড়-বৃষ্টি শুরু হলে সড়কের পাশে গাছের নিচে আশ্রয় নেন আব্দুল খালেক এবং হবিবুর রহমান। এ সময় বজ্রপাত ঘটলে গাছের ডাল পড়ে তারা দুইজন মারাত্বকভাবে আহত হয়। এবং ঘটনাস্থলেই বজ্রপাতে মারা যায় তাদের দুটি ছাগল। আর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান।
ঘটনার সত্যতা সাংবাদিকদের নিশ্চিত করেছেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান।
এনামুল কবীর এনাম বদলগাছী উপজেলা নওগাঁ।
Leave a Reply