বদলগাছী নওগাঁ প্রতিনিধি এনামুল কবীর এনাম।
নওগাঁর বদলগাছী উপজেলার ৪নং মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ হোসেনের বিরোদ্ধে অনাস্থা চেয়ে মেম্বারদের জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ।
জানা গেছে বদলগাছী উপজেলার ৪ নং মিঠাপুর ইউনিয়ন চেয়ারম্যান ফিরোজ হোসেন দূর্নিতি অনিয়ম সহ মেম্বারদের সঙ্গে অসৎ আচরণ, গ্রাম পুলিশদের কে
অসামাজিক ভাষায় গালিগালাজ ও মারপিট, সহ ইউনিয়ন পরিষদের উন্নয়নের কাছে একক হস্তক্ষেপের কারণ উল্লেখ করে, বৈষম্য বিরোধী ছাত্র সমাজের কঠোর ভুমিকায় ইউনিয়ন পরিষদের সদস্য উজ্জ্বল হোসেন ১ নং ওয়াড,হারুনুর রশীদ সদস্য ৪ নং ওয়াড, নজরুল ইসলাম সদস্য ৫ নং ওয়াড,এরশাদ আলী সদস্য ৬ নং ওয়াড, সুজাউল করিম ভুট্টো সদস্য ৯ নং ওয়াড, এমরান সরকার লিঠন সদস্য ৮ নং ওয়াড, রোকসানা পারভীন সদস্যা ১,২,৩ নং ওয়াড, মোসলেমা আক্তার সদস্যা ৪,৫,৬,নং ওয়াড,শাহানা পারভীন সদস্যা ৭,৮,৯, নং ওয়াড, বৈকাল ৫ টায় স্বাক্ষর করছেন দেখা গেছে।
এবিষয়ে মেম্বার হারুন রশীদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ছাত্র জনতার চাপে স্বাক্ষর করেছি।মেম্বার এরশাদ আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি স্ব ইচ্ছায় স্বাক্ষর করেছি। মেম্বার উজ্জল, সুজাউল করিম ভুট্ট ও দাপাদার ওবায়দুল ইসলাম ছাত্রদের বারংবার বুঝানোর চেষ্টা করে ব্যার্থ হয়েছে বলে জানা গেছে । ছাএ সমাজ নেতা রুবেল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, চেয়ারম্যান ফিরোজ হোসেন গত ৪ আগষ্ট থেকে অধ্যবধি ২৫ আগষ্ট প্রযর্ন্ত অফিসে আসেনাই, বিভিন্ন অনিয়ম ও দূর্নিতী করেন,এবং তার সেবা নিতে গেলে তার ব্যাবসাপ্রতিষ্ঠান পাহাড় পুর ইউনিয়ন মৌজা পাঁচঘরিয়া যেতে হয়,তিনি আরও বলেন মেম্বারগন গত ২৫ শে আগষ্ট ইউএনও হাতে দিয়েছে আমরা সাথে ছিলাম রিসিভ কপি আছে ।ছাত্র নেতা আমিনুর ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, চেয়ারম্যান ফিরোজ হোসেন ইউনিয়ন পরিষদে সময় সঠিক মতো অফিসে না আসায় আমরা বিভিন্ন সেবা থেকে বঞ্চিত।
এবং সে বিভিন্ন অনিয়ম সহ গ্রাম পুলিশ কে মারপিট করার ঘটনার সত্যতা বিধ্যমান। আমরা চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছি।
উক্ত বিষয়ে মহিলা সদস্যা রোকসানা জানান আমরা সবাই সন্মমিলিত ভাবে স্বাক্ষর করেছি কারো চাপে না।মেম্বারদের অনাস্থা বিষয়ে চেয়ারম্যান ফিরোজ হোসেনের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান আমি শুনেছি মেম্বার দেরকে ডেকে এনে স্বাক্ষর করে নিয়েছে এবং ইউএনও কে দিছে,তবে আমি এখন ও কোন অফিস থেকে চিঠি পাইনি। মহিলা সদস্যা শাহানাজ জানান জ্বোর করে স্বাক্ষর নিয়েছে।মেম্বার উজ্জ্বল জানান আমরা সবাই মিলে স্বাক্ষর করেছি কারো চাপে না। মিঠাপুর বাজারের কতিপয় দোকানদার সাংবাদিকদের জানান চেয়ারম্যান ফিরোজ কোন মানুষ এবং সাংবাদিককে সন্মান দেন না।উক্ত বিষয় টি জানতে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেন নাই। মেম্বার শামীম জানান চেয়ারম্যান আড়াই বছরে আমাকে কোন মূল্যায়ন করে নাই, আমি সকল সদস্যের পক্ষে।
Leave a Reply