নিজস্ব প্রতিবেদক: ০৮ অক্টোবর ০২৪ খ্রি: রোজ: মঙ্গলবার বিকেল ০৫:৩০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর উত্তর পতেঙ্গা দক্ষিণ হালিশহর কয়েকটি মন্দির সহ মহাজন ঘাটা শ্রী শ্রী ভৈরব ঠাকুর মন্দিরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল টিম আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি জোরদার করেন এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন।
টহল দলের নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনী সিনিয়ার ওয়ারেন্ট অফিসার মির্জা গোলাম জাকারিয়া। এসময় মন্দিরে অবস্থিত অফিস কার্যালয়ে একটি উপস্থিত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, আলোচনায় পুজা মন্ডবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও কোন প্রকার অপ্রত্যাশিত ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে উপস্থিত সকলে নিজস্ব মতামত প্রকাশ করেন। এ উপস্থিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সচেতন নাগরিক, পুজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্য গন ও দৈনিক আমার সময় পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি সাংবাদিক মোঃ জাকারিয়া হোসেন সহ আরো অনেকে।
টহল চলাকালীন সময়ে অফিসার মির্জা গোলাম জাকারিয়া মন্দিরে নিযুক্ত আনসার সদস্য ও বলেন্টিয়ারদের উদ্দেশ্যে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিভিন্ন আইনি দিকনির্দেশনা প্রদান করেন।
Leave a Reply