1. admin@bijoy52tv.com : bijoy52tv :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

চট্রগ্রাম দ্বিতীয় বৃহত্তর বার আইনজীবী সমিতি কর্তৃক “লেখক সম্মাননা” পেলেন “শিশুসাহিত্যিক ওবায়দুল সমীর”

বিজয় ৫২ টিভি
  • আপডেট সময়ঃ বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক:

০২ ফেব্রুয়ারি’২৫ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আইনজীবী অডিটরিয়ামে সমিতির সভাপতি মোঃ নাজিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে “আইনবিদ লেখক সম্বর্ধনা” প্রদান করা হয়। আইন পেশার পাশাপাশি আইন, গবেষণা, সাহিত্য, সংস্কৃতি এবং লেখালেখিতে বিশেষ অবদানের স্বীকৃতি জানাতেই প্রথমবারের মতো এই ব্যতিক্রমি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বর্তমান কার্যকরী কমিটির পাঠাগার সম্পাদক আহমদ কবির করিমের সঞ্চালনা ও পরিচালনায় সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিনিয়র জেলা ও দায়রাজজ মোঃ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন মহানগর দায়রাজজ মোঃ নূরুল ইসলাম, বার কাউন্সিলের সদস্য এ.এস.এম বদরুল আনোয়ার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল ৪ ও ৭ এর বিচারক যথাক্রমে জান্নাতুল ফেরদৌস আলেয়া ও বেগম ফেরদৌস আরা প্রমূখ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক এবং অন্যান্য নেতৃবৃন্দ। সম্বর্ধিতদের পক্ষে আলোচনায় অংশ নেন আবু মোহাম্মদ জিয়া হাবীব আহসান।

 

প্রধান অতিথি জেলা ও দায়রাজজ মোঃ সাইফুল ইসলাম বলেন- অত্র বারের আইনজীবীরা শত ব্যস্ততার মাঝেও আইনগ্রন্থ রচনার পাশাপাশি, প্রবন্ধ-নিবন্ধ, কলাম লিখে সমাজের অসঙ্গতি তুলে ধরাসহ সৃজনশীল সাহিত্য সংস্কৃতি চর্চ্চায় অগ্রণী ভূমিকা পালন করছেন। এ বারের অনেক আইনজীবীর রচিত গ্রন্থ বিচার বিভাগে রেফারেন্স হিসেবে ব্যবহার হচ্ছে। বার এবং বেঞ্চের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অবস্থান এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেন এবং সম্বর্ধিত লেখকদের চায়ের আমন্ত্রন জানান।

 

সম্বর্ধিত উল্লেখযোগ্য আইনজীবীরা হলেন- প্রয়াত যথাক্রমে মৃদুল কান্তি রক্ষিত,  বদিউল আলম, পূর্ণেন্দু বিকাশ চৌধুরী, মোঃ আব্দুল মালেক (মরনত্তোর), শামসুদ্দিন আহমদ মীর্জা, আবু মোহাম্মদ জিয়া হাবীব আহসান, শংকর প্রসাদ দে, ওবায়দুল সমীর, মোঃ আনোয়ার আলী, মোস্তফা নূর, কামরুন নাহার বেগম, এ.এস.এম. কামাল আমরোহী, সুসেন কান্তি দাশ, মোঃ কাসেম কামাল, মোহামাদ কাইছার হামিদ, ডঃ মঈন উদ্দিন আহমেদ, তাপস চৌধুরী, জাফর ইকবাল প্রমূখ।

 

উল্লেখ্য ওবায়দুল সমীর ১৯৮৬ সাল থেকে শিশুসাহিত্য রচনা করে আসছেন। ইতিমধ্যে তাঁর রচিত পনেরটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি স্বকাল শিশুসাহিত্য পুরস্কার, কথন শিশুসাহিত্য পুরস্কার, পথিকৃৎ শিশুসাহিত্য সম্মাননা, সোনার বাংলা সাহিত্য পরিষদ সম্মাননা, দেশকাল পত্রিকা শিশুসাহিত্য সম্মাননা, রাইভা গীতিকবি সম্মাননা, শিশুদের পাঠশালা সম্মাননায় ভূষিত হন। আইন পেশার পাশাপাশি স্থানীয় ও জাতীয় পত্র-পত্রিকায় নিয়মিত তাঁর ছড়া, কবিতা, গল্প প্রকাশ পাচ্ছে। তিনি বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকারের পাশাপাশি বহুল প্রচারিত “দৈনিক অপরাধ অনুসন্ধান” অনলাইন পত্রিকার আইন উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

আইনজীবী, শিশুসাহিত্যিক, গীতিকার ওবায়দুল সমীরের আইনজীবী লেখক সম্মাননা প্রাপ্তিতে “দৈনিক অপরাধ অনুসন্ধান” এর পক্ষ থেকে তাঁর জন্মদিনে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর পড়ুন
© All rights reserved © 2025
Developer By Zorex Zira