ফাতেমাতুজ্জহরা (লবন্য) বিশেষ প্রতিনিধি:
৩১ জানুয়ারি ২০২৫ ইং শ্রী প্রতাপ দাশ প্রদীপ এর সভাপতিত্বে দিনব্যাপী জগৎ মঙ্গলার্থে মাঙ্গলিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক লায়ন শ্রী শংকর সেন গুপ্ত। মহান অতিথি হিসেবে ছিলেন ৩৯ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল। সংবর্ধেয় অতিথি হিসেবে ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজিব ধর তমাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো : আশরাফ উদ্দিন,মো: জাবেদ আনসারী, মো: মজিবুর রহমান, মো: হাসান মারুফ,শ্রী ত্রিদিব কুমার দত্ত, এমডি এ জে এম সোহেল,শাহেদ আলী, উত্তম শীল, সুজন শীল,সাজু মাহাজন,লিটন আচার্য্য, লায়ন দিলিপ কুমার শীল,সত্যজিত মজুমদার টুটুল,শ্রী স্বপন দাশ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – শ্রী অমূল্য কুমার দাশ বিটু,শ্যামল বিশ্বাস, প্রকাশ দাশ,সুমন দাশ,আশীষ কুমার শীল, সুজন চৌধুরী, নয়ন দত্ত, সৃজন দাশ,উত্তম দে,বাপন দে,বিপ্লব দেওয়ানজী, উজ্জ্বল চৌধুরী, রুবেল নাথ, রুপন কর্মকার, লিটন দাশ,রুবেল নাথ,অরুণ পাল,রাজিব বিশ্বাস, সৌরভ ভট্টাচার্য, মিন্টু ঘোষ সহ প্রমুখ।
দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রকৌশলী শ্রী বাসুদেব সেনগুপ্ত এর সঞ্চালনার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Leave a Reply