1. admin@bijoy52tv.com : bijoy52tv :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন

নরসিংদী পুলিশ সুপার বরাবরে এএসআই সাদিকুরের বিরুদ্ধে কথিত দরখাস্তের তীব্র প্রতিবাদ

বিজয় ৫২ টিভি
  • আপডেট সময়ঃ রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক:

বিগত ০৩/০১/২০২৪ খ্রি: ইং তারিখে আমার নামে নরসিংদী পুলিশ সুপার মহোদয়ের বরাবরে এএসআই সাদিকুরের বিরুদ্ধে দাখিলকৃত “অপকর্মের সুবিচার পাওয়ার” কথিত আবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উক্ত অভিযোগে আমি ফাতেমাতুজ্জোহুরা লাবন্য, পিতা- মৃত মোঃ আলী আকবর হোসেন, সাং- ওয়াবদা গেইট, থানা- পলাশ, জেলা- নরসিংদী আমার কোন সই- স্বাক্ষর কিংবা এ ধরনের কোন দরখাস্ত আমি করিনি বা এধরনের দরখাস্তের সাথে আমার কোন প্রকার সম্পৃক্ততা নেই। আমার স্বামী কনস্টেবল মোঃ ইসরাফিল মিয়ার সাথে বিভিন্ন পারিবারিক সমস্যা নিয়া আমি বাদী হয়ে বিভিন্ন আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা মোকদ্দমা দায়ের করি। উক্ত মামলা মোকদ্দমাগুলো বর্তমানে বিচারাধীন এবং তদন্ত পর্যায়ে আছে। আমার স্বামী একজন পুলিশ কনস্টেবল হওয়ায় এবং কথিত অভিযুক্ত সাদিকুরও পুলিশের এএসআই হওয়ায় উভয় পরিবারের মধ্যে পারিবারিকভাবে সুসম্পর্ক গড়ে উঠে। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানাদিতে পরিবারে সদস্যদের উপস্থিতিতে তিনি অংশগ্রহণ করতেন। আমার স্বামী ইসরাফিলের সাথে তার চাকরি সংক্রান্ত কোন বিষয় নিয়ে বিরোধ থাকতে পারে। আমার দায়েরকৃত মামলা থেকে বাঁচার উদ্দেশ্যেই আমার মান সম্মান এবং নারীত্বের উপর কলংক লেপনে উক্তরুপ দরখাস্ত দিয়ে একঢিলে দুই পাখি শিকারের অপচেষ্টায় লিপ্ত আছে।

 

উল্লেখ্য যে, আমার উক্ত কুলাংগার স্বামী বিভিন্ন সময় আমাকে ফোন করে সাদিকুরের সাথে অনৈতিক সম্পর্কে জড়ানোর জন্য অনুপ্রাণীত করতো। কিন্তু আমি নারীত্ব বিসর্জন দিয়ে এ ধরনের গর্হিত কাজকে কখনোই সমর্থন করি নাই। (ইসরাফিলের ফোন রেকর্ড সংরক্ষিত আছে) কথিত দরখাস্তের সকল কুরুচিপূর্ণ বক্তব্য মিথ্যা, বানোয়াট, শত্রুতাপ্রসূত এবং আমাকে বিজ্ঞ আদালতে ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপপ্রয়াস মাত্র।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর পড়ুন
© All rights reserved © 2025
Developer By Zorex Zira