হারুন অর রশিদ,বিশেষ প্রতিনিধি:
‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন,’ শ্লোগান সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত নারী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শামীমা আক্তার জাহান।
৮ই মার্চ, ২০২৫, শনিবার, সকাল ১১:৩০ ঘটিকায় কালাই উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত নারী দিবসের আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন কালাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাবামাহফুজা খাতুন
বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির- কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই অমর বাণীকে সামনে রেখে কালাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা সংস্থার আয়োজনে আলোচনা সভায় নারী জীবনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী ভূমি কমিশনার ইফতেখার রহমান, মৎস্য কর্মকর্তা মোহতামি তৌহিদা, সাদাইনুর মহিলা সংস্থার সভাপতি নাসিমা খানম, আতাহার যুথি মহিলা সংস্থার সভাপতি হাবিবা জাহান জার্সিয়া, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদারসহ অনেকেই।
আলোচনা সভায় বক্তারা দেশের বিভিন্ন স্থানে নির্যাতিত ও ধর্ষিত নারীদের প্রতি সমবেদনা জানিয়ে ধর্ষকদের সর্বোচ্চ সাজা বাস্তবায়নের দাবী জানান। দেশের সার্বিক উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের প্রতি সহযোগী ও সহমর্মিতার হাত বাড়ানোর জোর তাগিদ দেওয়া হয়। নারীদেরকে সমঅধিকার দিয়ে ক্ষমতায়নের ব্যবস্থা করলেই কেবলমাত্র একটা দেশের সার্বজনীন উন্নয়ন সম্ভব বলে স্মরণ করে দেন বক্তারা। নারীরা যেন কোনরকম বৈষম্যের শিকার না হোন দিকে সবার দৃষ্টি রাখার আহ্বান জানান বক্তারা। উক্ত আলোচনা সভায় উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক উপস্থিত ছিলেন।
Leave a Reply