1. admin@bijoy52tv.com : bijoy52tv :
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

বরগুনায় টিআরসি নিয়োগ উপলক্ষে জেলা পুলিশের সতর্কীকরণ লিফলেট বিতরণ

বিজয় ৫২ টিভি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৭৪ জন দেখেছেন

বরগুনা জেলা প্রতিনিধি:
ফেব্রুয়ারি ২০২৫ সালে অনুষ্ঠিতব্য ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ প্রক্রিয়াকে সামনে রেখে বরগুনা জেলা পুলিশের উদ্যোগে আজ ১০ এপ্রিল বরগুনা সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

এই কার্যক্রমের নেতৃত্ব দেন বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল। লিফলেট বিতরণের সময় তিনি সাধারণ জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।

তিনি আশ্বস্ত করেন, ‘‘টিআরসি নিয়োগ প্রক্রিয়া হবে শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ। কোনো ধরনের দালাল, প্রতারক বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে কেউ প্রভাবিত হওয়ার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে বরগুনা জেলা পুলিশকে অবহিত করার অনুরোধ জানানো হচ্ছে।

এ সময় উপস্থিত সাধারণ মানুষ জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানায় এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার প্রতি আস্থা প্রকাশ করে।
জনগণকে দালাল ও প্রতারক চক্র থেকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। নিয়োগ সংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্য জেলা পুলিশের সঙ্গে তাৎক্ষণিকভাবে ভাগ করার আহ্বান জানানো হয়েছে।

 

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর পড়ুন
© All rights reserved © 2025
Developer By Zorex Zira