1. admin@bijoy52tv.com : bijoy52tv :
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন

চিকিৎসাসেবায় চির বঞ্চিত বরগুনায় ‘চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল’ স্থাপনের দাবিতে মানববন্ধন

বিজয় ৫২ টিভি
  • আপডেট সময়ঃ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৪৪ জন দেখেছেন

সোহরাব বরগুনা প্রতিনিধি:
চিকিৎসা অবকাঠামো ও বিশেষায়িত সেবা থেকে দীর্ঘদিন বঞ্চিত বরগুনাবাসীর স্বাস্থ্যসেবার উন্নয়নে ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল’ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বরগুনা উন্নয়ন ফোরাম, বরগুনা প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গোপসাগর তীরবর্তী উপকূলীয় জেলা বরগুনা প্রাকৃতিক দুর্যোগ ও স্বাস্থ্যসেবার দারিদ্র্যতার চরম বাস্তবতায় বসবাস করছে। প্রায় ১৩ লাখ মানুষের এ জেলায় চিকিৎসা সুবিধার চরম সংকট রয়েছে। ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল থাকলেও জনবল, ওষুধ ও যন্ত্রপাতির অভাবে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ।
বক্তারা আরও বলেন, জেলার পাথরঘাটা উপজেলায় দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র থাকায় প্রতিনিয়ত হাজারো মৎস্যজীবী এখানে অবস্থান করেন। কিন্তু তাদের জন্য কোনও পর্যাপ্ত চিকিৎসাসেবা নেই। ফলে অনেকেই পাশের দেশ ভারতে গিয়ে চিকিৎসা নিতে বাধ্য হন, যা জনসাধারণের জন্য আর্থিক ও মানসিকভাবে কষ্টসাধ্য।
তারা বলেন, চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীন সরকার দেশের স্বাস্থ্যখাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। সেই প্রেক্ষিতে বরগুনার মতো দুর্গম উপকূলীয় জেলায় একটি আধুনিক ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল’ স্থাপন সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রেজবুল কবির, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি শারমিন সুলতানা আসমা, আলহাজ্ব আবুল কালাম আজাদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়, যেখানে বরগুনায় হাসপাতাল স্থাপন বিষয়ক জনদাবি তুলে ধরা হয়।

বরগুনাবাসী আশাবাদী, সরকারের সদিচ্ছা ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আলোকে এই জনদাবি বাস্তবায়ন হবে এবং স্বাস্থ্যসেবার বৈষম্য দূর হবে দক্ষিণ উপকূলের এই জনপদে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর পড়ুন
© All rights reserved © 2025
Developer By Zorex Zira