1. admin@bijoy52tv.com : bijoy52tv :
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও-লাহিড়ী রুটে বাস সার্ভিস চালুর দাবী

বিজয় ৫২ টিভি
  • আপডেট সময়ঃ রবিবার, ৪ মে, ২০২৫
  • ৭ জন দেখেছেন

মোহাম্মদ মিলন আকতার, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান:

ঠাকুরগাঁও-লাহিড়ী-নেকমরদ রুটে বাস চালুর দাবী উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে শুরু হয়েছে সামাজিক আন্দোলন।সবার দাবী ঠাকুরগাঁও-নেকমরদ লাহিড়ী রুটে পুনরায় বাস সার্ভিস চালু করা হোক। তারা প্রধান সড়ক থেকে দ্রুতগামী বাহন যা স্থানীয় ভাষায় পাগলু,নসিমন ও ভটভটি নামে নামে পরিচিত -সেসব নিষিদ্ধের দাবী জানান এবং এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। এই রুটে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় সাধারণ মানুষ নিহত ও আহতের ঘটনা ঘটছে। এক পরিসংখ্যানে জানা যায়, বিগত অক্টোবর-২৪ থেকে এপ্রিল-২৫ পর্যন্ত ঠাকুরগাঁও- বালিয়াডাঙ্গী রুটে মোট ১১ টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে এবং এতে ০৭ জন নিহত, ৩৬ জনের পঙ্গুত্ব বরণ ও ৫৯ জন গুরুতর আহত হয়েছেন। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও শামিল হচ্ছেন এই আন্দোলনে। তারা নিরাপদ বাহন হিসেবে ঠাকুরগাঁও -লাহিড়ী রুটে পুনিরায় বাস সার্ভিস চালু করার দাবী জানান। আন্দোলনের অংশ হিসেবে এই আন্দোলনে নেতৃত্বদান কারীরা গতকাল ০৩মে, ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতির সাথে সাক্ষাৎ করে বাস সার্ভিস চালু করার দাবী তোলার পাশাপাশি সহনশীল ভাড়া নির্ধারণ, যাত্রী সেবার মান উন্নয়ন নিয়েও কথা বলেন তারা। এ সময় মালিক সমিতির সভাপতি নম্র চৌধুরী, সাধারণ সম্পাদক বাবুসহ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি এডভোকেট জাহিদ ইকবাল, সা.সম্পাদক ননী বাবু, জাহেদ আনোয়ার রাসেল, সহকারি অধ্যাপক জাকির হোসেন,প্রভাষক বেলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাস সার্ভিসের অতি পুরাতন ঠাকুরগাঁও-লাহিড়ী রুটে গত প্রায় এক দশক থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর পড়ুন
© All rights reserved © 2025
Developer By Zorex Zira