ময়মনসিংহ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নানি-নাতির মৃত্যু হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের আলালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সুলেমান মিয়ার সাত বছর বয়সী ছেলে সানি এবং সুলেমানের শাশুড়ি হালিমা (৫২)। এ ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন। ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি শাহ কামাল আকন্দ জানান এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, ওই এলাকার অটো রাইস মিল থেকে ইঞ্জিনচালিত একটি ট্রলি সড়কে উঠছিল। এসময় ট্রলিটিতে তারাকান্দাগামী যাত্রীবাহী একটি মাহিন্দ্রের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সানি এবং হালিমার মৃত্যু হয়।
ওসি শাহ কামাল আরও বলেন, এ ঘটনায় আহত ছয়জনকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
Leave a Reply