রিপোর্টঃ মোঃ ওবায়েদুর রহমান সাইদ শরীয়তপুুর প্রতিনিধি:- শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় মানবপাচারের অভিযোগে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। ইসমত আলী বকাউল (৫৫) সখিপুর থানার চরভাগা ইউনিয়নের বকাউল কান্দি গ্রামের বাসিন্দা। শুক্রবার তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। একইদিন এর আগে ইসমত আলী বকাউল ও তার ছেলে জাকির বকাউল সহ আরও ৮ জনকে আসামী করে সখিপুর থানায় মামলা দায়ের করে সুমন গাজী নামে এক ব্যক্তি।
সরেজমিন ঘুরে ও স্থানীয় সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে ইসমত আলী বকাউলের লিবিয়া প্রবাসী ছেলে জাকির বকাউল সেখানে মানবপাচারের ব্যবসা করে আসছিলো। লিবিয়া থেকে সাগর পথে ইতালি পাঠানোর কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিলো সে। সম্প্রতি সখিপুর থানার চরভাগা ইউনিয়নের লাল মিয়া গাজীর ছেলে সোহেল (২৩), নিজাম বহরের ছেলে কামরুজ্জামান (৩৫), ইসমাইল মোল্যার ছেলে নোমান (১৮), কাউসার বকাউলের ছেলে মিঠুন বকাউল (২২), মাহফুজ (১৯), শাহজালাল (২০) সহ ১০-১৫ ব্যাক্তিকে লিবিয়া পৌছে দেয়ার কথা বলে আটকিয়ে ১৭-২০ লক্ষ টাকা করে নেয় জাকির।
ভুক্তভোগী পরিবার গুলোর অভিযোগ, জাকিরের পিতা ইসমত আলী বকাউল ও অন্যান্য দালালের মাধ্যমে টাকা নেয়া সে। পরে লিবিয়ার মাফিয়া গ্রুপের কাছে তাদেরকে বিক্রি করে দেয়। বর্তমানে তাদেরকে অজানা স্থানে আটকিয়ে রেখে আরও মুক্তিপন দাবি করছে তারা এবং না দিলে হত্যার হুমকি দিচ্ছে। দীর্ঘদিন ধরে ঐসব লোকজনের সাথে তাদের পরিবারের কোন যোগাযোগ নেই।লিবিয়ায় আটক থাকা সোহেল গাজীর ছেলে লাল মিয়া গাজী বলেন, ৬ লক্ষ টাকা করে নিয়ে আমার ছেলেকে ইতালি পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলো জাকির। পরে তাদেরকে সেখানকার অজ্ঞাত স্থানে আটকে রেখে আরও ১১ লক্ষ করে টাকা নেয় সে। এখন আমার ছেলের কোন খোঁজ নেই। এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন লাল মিয়া গাজী।
মাহফুজের মামা সুমন গাজী (মামলার বাদী), নিজাম বহর বলেন, জাকির ও তার বাবা আমাদের কাছ থেকে ২১ লক্ষ করে টাকা নিলেও আমার ভাগ্নের কোন খোঁজ নাই। আমরা আমার ভাগ্নেকে সুস্থ মত ফেরত চাই। মানবপাচারকারীদের বিচার চাই।মামলার আসামী ইসমত বকাউল বলেন, আগে আমার ছেলে আরও লোকজন ইতালিতে পাঠিয়ে ছিলো। এবার এমন হবে কে জানে!
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান হাওলাদার বলেন, মানবপাচার মামলায় ইসমত আলী বকাউল নামে একজনকে আটক করা হয়েছে। এ মামলার অন্যান্য আসামীকে আটকের চেষ্টা অব্যহত আছে।
Leave a Reply