1. admin@bijoy52tv.com : bijoy52tv :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন

হবিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান!

বিজয় ৫২ টিভি
  • আপডেট সময়ঃ শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৭৯ জন দেখেছেন

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি! হবিগঞ্জ প্রেসক্লাবে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শনিবার (১২ই নভেম্বর ২২) ইং দুপুরে সাংবাদিকদের সঙ্গে তিনি এ মতবিনিময় করেন।

মতবিনিময় সভায়  তিনি  বলেন সবকিছুই সাংবিধানিকভাবে করার বিধান রয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

নির্বাচন  এর বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার অধিকার নির্বাচন কমিশনের রয়েছে।

 

আমরা সরকারে আছি, আমরাও নির্বাচন কমিশনের নির্দেশাবলি মানতে বাধ্য।

আওয়ামী লীগ যেভাবে গত কয়েক বছরে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে সেটি প্রতিহত করা কারও জন্যই মঙ্গলের হবে না।

 

জনগণও এ ধরনের চেষ্টা বাস্তবায়িত হবে দেবে না।

তারাই সেটি রুখে দেবে।’ আজ শনিবার বিকেলে হবিগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রেস ক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী ও পৌর মেয়র আতাউর রহমান সেলিম প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল ও মো. ফজলুর রহমান।

পরে মন্ত্রী পৌরসভা মাঠে আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর পড়ুন
© All rights reserved © 2025
Developer By Zorex Zira