1. admin@bijoy52tv.com : bijoy52tv :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন

হবিগঞ্জের মাধবপুরে এস আই মানিক সাহার অভিযানে চাঞ্চল্য হত্যাকান্ডের আসামী গ্রেফতার।

বিজয় ৫২ টিভি
  • আপডেট সময়ঃ রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৮২ জন দেখেছেন

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি! হবিগঞ্জের মাধবপুর থানার পুলিশের অভিযানে হত্যা মামলার প্রধান আসামী কে গ্রেফতার করেছে পুলিশ!

রবিবার (১৩ নভেম্বর ২২)ইং সন্ধ্যায় মাধবপুর থানা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তি বিষয় টি নিশ্চিত করেন!পুলিশ সুত্রে জানা যায় গত ০৩ নভেম্বর রাত্রীকালীন ছাতিয়াইন বিশ্বনাথ হাই-স্কুল এন্ড কলেজ মাঠে ওয়াজ মাহফিল চলাকালে ছাতিয়াইন বাজারস্থ পিইয়াম গামী রাস্তা সংলগ্ন ব্রীজের নিকট আসামী শিমুল সহ আরো ১০/১৫ জন দুষ্কৃতিকারী ধারালো ছুরি দ্বারা অতিকুল ইসলাম মিশু (১৮) কে আঘাত করে খুন করে।

 

পরবর্তীতে উক্ত বিষয়ে মাধবপুর থানার মামলা দায় করেন!০৬ নভেম্বর  মাধবপুর থানার মামলা দায় করা হয় ধারা- ১৪৩/ ৩৪১/ ৩২৩/৩২৬/৩০২/ ৩০৭/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০ রুজু হয়।ঘটনার পর হবিগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার  এস এম মুরাদ আলি মহোদয়ের দিক নির্দেশনায় টিম মাধবপুর থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মানিক কুমার সাহা সহ এসআই (নিঃ) রাজীব রায়, এএসআই (নিঃ) জাহাঙ্গীর আলম বানিয়াচং থানা পুলিশের সহায়তায় মামলার প্রধান আসামী ১. শিমুল মিয়া (২০), পিতা- সফিক মিয়া, গ্রাম- হরিতলা, থানা- মাধবপুর, জেলা –হবিগঞ্জকে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার  দক্ষিণ সাংগর এলাকা হইতে ভোর বেলায় গ্রেফতার করে।

 

আসামী শিমুল মিয়া (২০) কে বিজ্ঞ আদালতে  সোপর্দ করা হয়। ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যহত আছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর পড়ুন
© All rights reserved © 2025
Developer By Zorex Zira