মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা,
১৫/১১/২০২২ রোজ মঙ্গলবার খুলনার ফুলতলা বেজেরডাঙ্গায় সাবেক মন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মাননীয় সংসদ সদস্য খুলনা-০৫ , গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিখা/কাবিটা) বিশেষ কর্মসূচি প্রকল্প শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনের সময় জনাব নারায়ণ চন্দ্র চন্দ এমপি এর সাথে উপস্থিত ছিলেন ফুলতলা থানা অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী রাজিব হাসান ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক মারুফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সালাম তরফদার, সমাজসেবক সোহেল হোসেন, যুবলীগ নেতা ইমাম হোসেন, যুবলীগ নেতা মেহেদী হাসান, এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ।
এই রাস্তা পুনঃনির্মানে বরাদ্দের পরিমাণ ১২.০৪৯ মে:টন গম। এই রাস্তাটি ডিজিটাল ভাবে ইট এর বদলে ইউনিফেভার ইট দ্বারা প্রস্তুত করা হয়েছে।
রাস্তার শুভ উদ্বোধন শেষে, এলাকার নেতাকর্মীরা মোটরসাইকেলের বিশাল মহড়া দিয়ে মাননীয় সংসদ সদস্য জনাব নারায়ণ চন্দ্র চন্দ কে বেজেরডাঙ্গা রেল স্টেশন মাঠ প্রাঙ্গনে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন। তখন মাননীয় সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা দিয়ে ফিতা কেটে স্টেজে আনা হয়।
এই ফুটবল খেলার প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব বাবু নারায়ণ চন্দ্র চন্দ এমপি, উদ্বোধক জনাব মোঃ জহির উদ্দিন রাজীব ভূঁইয়া,সভাপতি জনাব মোঃ সোহাগ মোল্লা, সার্বিক পরিচালনায় জনাব মোঃ মারুফ হোসেন গাজী, সার্বিক পরিচালনায় জনাব মোঃ আব্দুস সালাম তরফদার,
এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুলতলা থানা খুলনা, এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দরা।
মাননীয় সংসদ সদস্য জনাব বাবু নারায়ণ চন্দ্র চন্দ এমপি খেলার শেষে বিজয়ীদের হাতে কাপ তুলে দেন এবং সকলের সাথে কুশল বিনিময় করেন।
Leave a Reply