মোঃ মুরাদ হোসেন, যশোর জেলা প্রতিনিধি:-সোমবার (১৪ নভেম্বর ২০২২খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ) সোলায়মান আক্কাস, সংগীয় এএসআই (নিঃ) মোঃ শফিউর রহমান, এএসআই (নিঃ) মোঃ নাজমুল ইসলাম ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ২২:৫০ ঘটিকায় চৌগাছা থানাধীন টেংগুরপুর গ্রামস্থ মেসার্স সর্দার ব্রিকস্ এর সামনে চৌগাছা টু মহেশপুর গামী পাঁকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ রুবায়েত হাসনাত রোকন (২০), পিতা- মোঃ জহুরুল ইসলাম, মাতা- শামীমা বিলকিস, সাং-রাজাপুর, থানা- চৌগাছা, জেলা- যশোর বর্তমান পালবাড়ী কবরস্থান রোড আইয়ুব সাহেবের বাড়ীর ভাড়াটিয়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর কে ৫৫ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ১,৬৫.০০০/= (এক লক্ষ পয়ষট্টি হাজার) টাকা।
এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।
Leave a Reply