মীর দুলাল( হবিগঞ্জ) জেলা প্রতিনিধি! হবিগঞ্জের চুনারুঘাটে থানা পুলিশের বিশেষ অভিযানে ০৬ কেজি গাঁজা,১৭ বোতল অফিসার চয়েস, ২৩ বোতল নাইট রাইডার্স মদ সহ ০১ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ!
মঙ্গলবার (১৫ নভেম্বর ২২) ইং হবিগঞ্জ জেলা পুলিশের এক প্রেস বার্তায় মাদক ব্যবসায়ী কে মাদক সহ গ্রেফতার এর বিষয় টি নিশ্চিত করেন!
হবিগঞ্জ জেলা পুলিশ সুত্রে জানা যায়
জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি নির্দেশনায় বিশেষ অভিযান
পরিচালনা করে সোমবার রাত সারে ৮ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চুনারুঘাট থানার আহম্মদাবাদ ইউনিয়নের আমু চা বাগানের ডাক্তার বাংলোর সামনে রাস্তায় হতে মাদক ব্যবসায়ী বিষু মাল (২৭), পিতা- গনেশ মাল, সাং-চিমটিবিল খাস, থানা-চুনারুঘাট, জেলা হবিগঞ্জকে
০৬ কেজি গাঁজা,১৭ বোতল অফিসার চয়েস, ২৩ বোতল নাইট রাইডার্স মদ সহ গ্রেফতার করা হয়!
চুনারুঘাট থানা পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা রুজু করে আসামী কে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যাব!
Leave a Reply