ছবি ও তথ্যচিত্রে: শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ওবায়েদুর রহমান সাইদ। আজ ১৬ নভেম্বর সকাল ১০ ঘটিকায় সময় শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় কৃর্তিসন্তান জাতীয় বীর, বীরমুক্তিযোদ্ধা আগর তলা ষর্ড়যন্তের মামলার আসামী, মুক্তিযুদ্ধা সংহতি পরিষদের চেয়ারম্যান সবেক ডেপুটি স্পীকার কর্নেল (অব) শওকত আলী স্বাধীনতা ভবনে পাশে তার নিজ বাড়িতে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা তার সমাধীতে ফুলের সুবেচ্ছা জানানো হয়,এতে অংশগ্রহন করেন আওয়ামীলীগের বিভিন্ন নেতা, আওয়ামী যুবলীগ,স্বেচ্ছা সেবকলীগ, শ্রমিকলীগ,মৎসজিবীলীগ,ছাত্রলীগ, যুবলীগ ,ও আইনজীবি, পেশাজীবি, বিভিন্ন অঙ্গসংগঠন, তার শুভাকাঙ্ক্ষী বিভিন্ন শ্রেনীর মানুষ, ফুলে সুবেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুধু করেন।
সাবেক ডেপুটি স্পীকার কর্নেল(অব) শওকত আলী ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার আগর তলার ষর্ড়যন্তের মামলার ২৬ তম আসামী বঙ্গবন্ধুর শেখ মজিবর রহমানের একান্ত কাছের মানুষ, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের চেয়ারম্যান, শরীয়তপুর ২ আসন হতে ছয়, ছয়বার সংসদ সদস্য নির্বাচিত ছিলেন।
তিনি গত বছর ১৬ -নভেম্বর-২০২১ সালে মৃত্যু বরন করেন,
কর্নেল শওকত আলীকে নিজ বাড়িতে স্বাধীনতা ভবনের পাশে তাকে সমাধী করা হয়, কর্নেল শওকত আলী ছিলেন একজন নিবেদিত মানুষ প্রাণ,গরীব দুঃখী মানুষের বন্ধু, আওয়ামীলীগের একানিস্ঠ কর্মি দুর্রদিনের আওয়ামীলীগের সংগঠক, তিনি বেচে থাকতে অনেক শিক্ষা প্রতিস্ঠান করে গেছেন তিনি মাজেদা শওকত আলী হাসপাতাল করে গেছেন আসোহায় মানুষের সেবা প্রদান করা হয়, এই হাসপাতাল করাতের মানুষে চিকিৎসার জন্য দুরে যেতে হয়, চিকিৎসা সেবা মানুষের দার প্রান্তে।
কর্নেল শওকত আলী তার কোন তুলনা হয় না। দেশের জনগন বুজতে পারছেন জাতী একজন বীর সিপাহী হারাচ্ছেন।
তার কোন তুলনা হয় না।
অনেক লোকের বিভিন্ন পেশায় চাকুরীসহ কর্মসংস্থান করে গেছেন।
,
তার দুই ছেলে, স্ত্রী,ও আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন, তার বড় ছেলে ডাঃ খালেক শওকত আলী তিনি বাংলাদেশ আওয়ামী যবলীগের প্রেসিডিয়াম সদস্য,এতে করে কর্নেল শওকত আলীর কর্মজীবনের উপর আলোচনা করেন-
আলী আজগর চুন্নু।
নড়িয়া উপজেলা সাবেক আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বর্তমান শরীয়তপুর জেলা পরিষদের সদস্য।আরো আলোচনা করেন,
আল আমীন হামজা, নড়িয়া উপজেলার সাবেক যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
আরো আলোচনা করেন, দানবীর শিল্পপতি সমাজ সেবক মানুষের আস্তাভাজন আবুল কাশেম উচ্চবিদ্যালয়ের প্রতিস্ঠাতা চেয়ারম্যান কাজী আতাউর রহমান, মৎসজীবিলীগের আহবায়ক সদস্য।
আরো আলোচনা করেন, কামরুল ইসলাম তোতা রাড়ি,
নড়িয়া উপজেলার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক
আরো আলোচনা করেন,
নড়িয়া পৌরসভার ১ ওয়ার্ডের কাউন্সির বাদশা ফকিন।
কর্নেল শওকত আলীর শাহাদাৎ বাষিকী উপলক্ষে তার সহধর্মিণী নড়িয়া উন্নয়ন সমিতির নুসার চেয়ারম্যান মাজেদা শওকত আলী ও তার সুযোগ্য সন্তান ডাঃ খালেদ শওকত আলীসহ তার পরিবার বর্গ পক্ষহতে মেধাবী ছাত্র- ছাত্রীদের মাঝে উপবৃক্তি নগদ অর্থ দান।
আসোহায় পরিবারের মাঝে সেলাইমেশিন দান।
শাররীক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার দান।
ডাঃ খালেদ শওকত আলী বাংলাদেশ যুবলীগের পক্ষহতে ভুমিহীন, গরীব ঘরহীন মানুষের মধ্যে ঘর বিতরণ করেন,
পরে পবিত্র কোনআন তেলোয়াতের মাধ্যমে তার রুহের মাগফিরাত কামনা করে বিষেশ মোনাজান করা হয়,পরে তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্টান শেষ করেন।
Leave a Reply