মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা,:-খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদক বিরোধী অভিযানে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৬ বোতল ফেন্সিডিল এবং ১০০ গ্রাম গাঁজাসহ ০৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
১৬/১১/২০২২ রোজ বুধবার কেএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী আড়ংঘাটা থানা এলাকার মোঃ আবুল শেখ(২৫) খালিশপুর থানা এলাকার মোঃ কামাল কাজী(৫০) ও মোঃ সাকিবুল ইসলাম সজিব(২০) খুলনা সদর থানা এলাকার মোঃ ইউনুস শেখ(৩২),মোঃ খায়রুল জমাদ্দার(২৭) ও মোঃ সেলিম হোসেন(৩৬), এবং মোঃ আলামিন রাঙ্গা (৩৮), কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৬ বোতল ফেন্সিডিল এবং ১০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply