1. admin@bijoy52tv.com : bijoy52tv :
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের দুয়ারে দুয়ারে যাওয়ার নির্দেশ দিয়েছেন-হুইপ স্বপন

বিজয় ৫২ টিভি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১১২ জন দেখেছেন

বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ আ”লীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এমপি বলেছেন, অভূতপূর্ব উন্নয়ন, মানবকল্যাণের দিশারী, বিশ্ব শান্তির স্বপক্ষে উচ্চকণ্ঠ নেতৃত্ব, বিশ্বের অন্যতম সিনিয়র ও সফল রাজনীতিবিদ, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আ”লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আ”লীগ ও সহযোগী সংগঠনের প্রত্যেক নেতাকর্মীকে জনগণের দুয়ারে দুয়ারে যাওয়ার জন্য সদয় নির্দেশ প্রদান করেছেন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে কক্সবাজার এর কুতুবদিয়া উপজেলা আ”লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হুইপ স্বপন এসব কথা বলেন।

 

তিনি বলেন, উন্নয়ন ও মানবকল্যাণে সফলতা নিয়ে কোন ধরনের আত্ম-অহমিকায় আক্রান্ত হওয়া যাবে না। জাতির পিতার রাজনীতি ছিল, বাংলার জনগণের ভাগ্যোন্নয়নের জন্য সমগ্র জনগণকে ঐক্যবদ্ধ করে ঐতিহাসিক লড়াই করা।

 

বঙ্গবন্ধুর রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রত্যেক নেতাকর্মীকে আমাদের শেষ ঠিকানা প্রত্যেক জনগণের ঘরে ঘরে গিয়ে বিনয়ের সাথে দেশ গড়ার দাওয়াত পৌঁছাতে হবে। এখন থেকেই নৌকার পক্ষে ভোট প্রার্থনা করতে হবে। মাননীয় সভানেত্রী সমাজের সকল শ্রেণি-পেশার যে সকল ভালো মানুষ আ”লীগের নীতি ও আদর্শের প্রতি আনুগত্য স্বীকার করবেন তাদের আ”লীগের প্রাথমিক সদস্যভুক্ত করে রাজনৈতিক প্রক্রিয়া ও আদর্শিক শিক্ষণের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

উপজেলা আ” লীগের সভাপতি আওরঙ্গজেব মাতব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন কক্সবাজার জেলা আ”লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. আলহাজ্ব ফরিদুল ইসলাম চৌধুরী।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ আ”লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. সিরাজুল মোস্তফা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, অর্থ ও পরিকল্পনা সম্পাদক বেগম ওয়াসিকা আয়েশা খান- এমপি।

 

অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান,বিশেষ বক্তা আশেক উল্লাহ রফিক এমপি,জাফর আলম এমপি প্রমুখসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর পড়ুন
© All rights reserved © 2025
Developer By Zorex Zira