মোঃ মুরাদ হোসেন,যশোর জেলা প্রতিনিধি,দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকা। ২১/১১/২০২২ খ্রিঃ দুপুর ১৩.০০ ঘটিকায় খুলনা রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মঈনুল হক, বিপিএম (বার), পিপিএম মহোদয় যশোর জেলায় আগমন করেন।
মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে তাকে জেলা পুলিশের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয় এবং একই সাথে জেলা পুলিশের একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
পরবর্তীতে মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।মতবিনিময় সভা শেষে রেঞ্জ ডিআইজি মহোদয় আগামী ২৪ নভেম্বর যশোর জেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।
মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় জনসভা স্থল, হেলিপ্যাড ও কন্ট্রোলরুম এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) যশোরসহ জেলা পুলিশের নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
Leave a Reply